দক্ষিণ আমেরিকা সম্পর্কে প্রাথমিক আলোচনা
- দক্ষিণ আমেরিকার দক্ষিণপ্রান্তে অবস্থিত- হর্ন অন্তরীপ ।
- বর্তমানে দক্ষিণ আমেরিকায় স্বাধীন দেশের সংখ্যা ১৩টি।
- আন্দিজ পর্বতের পাদদেশের দেশ করডোবা দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত।
- ব্রাজিল মালভূমির লৌহমিশ্রিত লবণাক্ত মাটির স্থানীয় নাম- টেরা রোসা।
- আর্জেন্টিনার তৃণভূমির নাম- পম্পাস।
- পেরু-বলিভিয়ার সীমান্তে বিখ্যাত হ্রদটির নাম- টিটিকাকা ।
- আমাজনের দীর্ঘতম উপনদী হল- মাদিরা ।
- আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল- অ্যাকনকাগুয়া।
- দক্ষিণ আমেরিকার দক্ষিণপ্রান্তে অবস্থিত- হর্ন অন্তরীপ ।
- দক্ষিণ আমেরিকায় অবস্থিত-লা প্লাটা নদী ।
- ১৯৩০ সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়- উরুগুয়েতে ।
- ব্রিটিশ কমনওয়েলথ এর সদস্য এবং দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ গায়ানা।
দক্ষিণ আমেরিকা মহাদেশ
দেশ | রাজধানী | মুদ্রা |
|---|---|---|
আর্জেন্টিনা | বুয়েন্স আয়ার্স | পেসো |
বলিভিয়া | লাপাজ | বিলিভিয়ানো |
ব্রাজিল | ব্রাসিলিয়া | রিয়াল |
চিলি | সান্টিয়াগো | পেসো |
কলম্বিয়া | বোগোতা | পেসো |
ইকুয়েডর | কিটো | ইউএস ডলার |
গায়ানা | জর্জ টাউন | ডলার |
প্যারাগুয়ে | আসুনসিওন | ওয়ারনি |
পেরু | লিমা | নিয়েভোলস |
সুরিনাম | প্যারামারিবো | ডলার |
উরুগুয়ে | মন্টিভিডিও | পেসো |
ভেনিজুয়েলা | কারাকাস | বলভার |
# বহুনির্বাচনী প্রশ্ন
- রাষ্ট্রীয় নামঃ Federative Units of Brazil
- রাজধানীঃ ব্রাসিলিয়া
- ভাষাঃ পর্তুগিজ
- মুদ্রাঃ রিয়াল
ব্রাজিল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজভাষী দেশ, এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজভাষী রাষ্ট্র।
আমাজন
আমাজন আমাজন অরণ্য দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত ৭০ লক্ষ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত বনভূমি। ৯ টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। আমাজন অরণ্য ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা। পৃথিবী জুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য জুড়ে। পৃথিবীর ২০% অক্সিজেন আসে আমাজন থেকে। এ কারনে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনকে। এই বনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ১৬০০ প্রজাতিতে বিভক্ত। আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস।
# বহুনির্বাচনী প্রশ্ন
- রাষ্ট্রীয় নামঃ The Argentine Republic
- রাজধানীঃ বুয়েন্স আয়ার্স
- ভাষাঃ স্প্যানিশ
- মুদ্রাঃ আর্জেনটাইন পেসো
জেনে নিই
- আর্জেন্টিনার এর রাজধানী বুয়েনস আয়ারস ।
- বুয়েনস আয়ারস অবস্থিত -লা প্লাটা নদীর তীরে।
- ফকল্যান্ড দ্বীপ নিয়ে বিরোধ আর্জেন্টিনা - যুক্তরাজ্যের মধ্যে।
- দ্বীপ আর্জিন্টিনা দখল করে- ১৯৮২ সালে।
- ম্যারাডোনা ও চেগুয়েভারার জন্ম- আর্জেন্টিনায় ।
- বৃটেনের সাথে যে দ্বীপ নিয়ে আর্জেন্টিনার বিরোধ হয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে।
- ফকল্যান্ড বর্তমানে যে দেশের দখলে রয়েছে-বৃটেনের।
- আর্জেন্টিনা তথা বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম- ইসাবেলা পেরন, ১৯৭৪ সালে।
# বহুনির্বাচনী প্রশ্ন
- রাষ্ট্রীয় নামঃ The Republic of Chile
- রাজধানীঃ সান্টিয়াগো
- ভাষাঃ স্প্যানিশ
- মুদ্রাঃ পেসো
জেনে নিই
- চিলিতে সবচেয়ে বেশি বসবাস করে- রোমান ক্যাথলিক ধর্মের লোক।
- পৃথিবীর সরু দেশ- চিলি ।
- চিলির বিচার সংক্রান্ত রাজধানী- সুক্রে।
- ঢাকার প্রতিপাদ বিন্দু চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
- বিশ্বের সর্বাধিক কপার উৎপাদনকারী দেশ- চিলি।
- রাষ্ট্রীয় নামঃ The Republic of Suriname
- রাজধানীঃ প্যারামারিবো
- ভাষাঃ ডাচ
- মুদ্রাঃ ডলার
জেনে নিই
- সুরিনামের পূর্ব নাম- ডাচ গায়ানা।
- সুরিনাম বিখ্যাত- বক্সাইট সমৃদ্ধ দেশ হিসেবে।
- দক্ষিণ আমেরিকার OIC এর একমাত্র সদস্য- সুরিনাম।
- রাষ্ট্রীয় নামঃ The Republic of Peru
- রাজধানীঃ লিমা
- ভাষাঃ স্প্যানিশ
- মুদ্রাঃ পেন
জেনে নিই
- সায়নিং পাথ হলো- পেরুর গেরিলা সংগঠন।
- বাণিজ্যিক কেন্দ্র ও রাজধানী- লিমা
- ইনকা সাম্রাজ্যের ধ্বংসাবশেষ- পেরুতে।