On This Page

নদীর দেশ

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - আমার বাংলা বই - NCTB BOOK

বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এই দেশে। জালের মতো জড়িয়ে আছে সেগুলো। সেগুলোর কত সুন্দর সুন্দর নাম।

মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুনমুখা। আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম- ধানতারা, ধানসিঁড়ি। এগুলো ছোটো নদী। বড়ো বড়ো নদীও আছে - পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র।

সব নদী এক রকম নয়। কিছু নদী এঁকেবেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি।

ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড়ো নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে।

হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো।

যমুনাও বড়ো নদী। এই নদীতে বাঘাইড় নামের বড়ো মাছ পাওয়া যায়।

বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় একসময়ে অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।

একটা মজার নদী আছে। নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী। তার নাম নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা।

বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা-মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা-মাছ হালদা নদীতে আসে।

কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে। হরিণটানা, বলেশ্বর, নীলকমল এ রকম নদী। এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রসাপের মতো পেঁচানো একটা নদী আছে। নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী। পাহাড়ি ঢলের সময় সে ছোটো-বড়ো পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোটো ছোটো নদীরও কী শক্তি!জাতির মাছ।

দুঃখের কথা কি জানো? এত সুন্দর সুন্দর নদী! কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা-আবর্জনা ফেলছি। নদীকে নোংরা করছি।

ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই।

আবার, মানুষ নদী ভরাট করে ফেলছে। ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচালে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে।

শব্দ শিখি

স্রোত - পানির প্রবাহ

খরস্রোতা - অনেক স্রোত আছে যার

দূষিত - নষ্ট

ডলফিন - তিমি জাতীয় জলজ প্রাণী

বিখ্যাত - নামকরা

বাক্য বানাই ও লিখি

এঁকেবেঁকে . . . . . . . . . . . . . . . … . . . . . . .  . . . . . . . . . . . . . . . … . . . . . . .

স্রোত . . . . . . . . . . . . . . . … . . . . . . .  . . . . . . . . . . . . . . . … . . . . . . .

শান্ত . . . . . . . . . . . . . . . … . . . . . . .  . . . . . . . . . . . . . . . … . . . . . . .

শখ . . . . . . . . . . . . . . . … . . . . . . .  . . . . . . . . . . . . . . . … . . . . . . .

শক্তি . . . . . . . . . . . . . . . … . . . . . . .  . . . . . . . . . . . . . . . … . . . . . . .

সঠিক উত্তরটি বলি ও লিখি

ছোটো নদী -

ক. পদ্মা                                 খ. মেঘনা

গ. ধানতারা                           ঘ. যমুনা

হিমালয় পর্বতে জন্ম -

ক. পদ্মা নদীর                  খ. কর্ণফুলী নদীর

গ. যমুনা নদীর                 ঘ. আত্রাই নদীর

বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে -

ক. কর্ণফুলী                    খ. নাফ

গ. পিয়াইন                     ঘ. বুড়িগঙ্গা

প্রতিবেশী দেশকে দেখার শখ -

ক. আত্রাই নদীর                 খ. যমুনা নদীর

গ. হালদা নদীর                   ঘ. ধলেশ্বরী নদী

বাম পাশের সাথে ডান পাশের মিল করি

হিমালয় থেকে যাত্রা শুরু করেছে

বঙ্গোপসাগরে মিশেছে

ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম

মা-মাছেরা ডিম ছাড়ার জন্য আসে'

সাপের মতো পেঁচিয়ে চলেছে

ছোটো-বড়ো পাথর বয়ে আনে

উত্তর বলি ও লিখি

কোন নদীর ইলিশ বিখ্যাত? 

হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? 

কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে?

তিনটি বড়ো নদীর ও তিনটি ছোটো নদীর নাম লিখি। 

একটি নদীর ছবি আঁকি।

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion