নিজের মতো লিখি
পড়ি
আকাশ জুড়ে হাজার তারা,
চাঁদের আলো হাসে।
রাতের বেলার শিশির কণা
গড়িয়ে পড়ে ঘাসে।
শব্দ বসাই
রোদ উঠেছে, রোদ উঠেছে,
মেঘ গিয়েছে দূরে।
গাছের ছায়ায় পাতার নাচন
গাইছে পাখি . . . … . . . . . . . . .। (সুরে/ঘুরে)
বৃষ্টি এলো, বৃষ্টি এলো,
কাঁপল পাতা বাঁশের বন।
ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
তাই না দেখে নাচছে. . . … . . . . . . . . . । (ঘন/মন)
পড়ি
ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ শব্দ। জেগে উঠে দেখি ঘরের ভেতর ছোট্ট একটা বিড়ালছানা। আমি জিজ্ঞেস করলাম, কী চাই? বিড়ালটি বলল, মিউ মিউ। আমি বললাম, ক্ষুধা লেগেছে? বিড়ালটি আবার বলল, মিউ মিউ। বললাম, কী খাবি? বিড়ালটি কিছু বলল না। আমি ওকে এক বাটি দুধ দিলাম। বিড়ালটি চুকচুক করে দুধ খেলো। বললাম, পেট ভরেছে? বিড়ালছানা বলল, মিউ মিউ। আমি বললাম, আবার মিউ!
নিজের মতো শব্দ বসিয়ে লিখি
ভোর বেলা। পাখি ডাকছে। ভাবছি, পাখিটা . . . . . . . . . . . . . . . . . . . .। আমি . . . . . . . . . . . . . . . . . . . .? পাখি বলল, কুউ কুউ! বললাম, তোমার . . . . . . . . . . . . . . . . . . . . কী? পাখি বলল, । আমি বললাম, এই নাও বিস্কুট। পাখিটা কুটকুট করে বিস্কুট . . . . . . . . . . . . . . . . . . . . । তারপর . . . . . . . . . . . . . . . . . . . . ।
নিজের মতো লিখি
|
Read more