পরিদর্শনে যাওয়া

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | | NCTB BOOK

উপহার ৪০-৪১

পরিদর্শনে যাওয়া

 

 

 

তুমি এই সেশন দু'টিতে সেবা প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাবে। তোমাকে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী পরিদর্শনে যাবার জন্যে নির্দিষ্ট স্থানে যথাসময়ে উপস্থিত হতে হবে। তোমার শারীরিক কোনো সমস্যা থাকলে আগেই শিক্ষককে জানাবে। যানবাহনে ওঠার পূর্বে নিরাপদ যাত্রার জন্যে শিক্ষক ও তোমার সহপাঠীদের সাথে প্রার্থনায় মিলিত হবে।

যানবাহনে ওঠার সময় সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে প্রবেশ করো। শিক্ষা বা চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটি কীভাবে সমাজ সেবায় ভূমিকা রাখছে সে বিষয়ে জানার চেষ্টা করো। পরিদর্শনের সময় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী- শিক্ষার্থী কথা বলা বা শিক্ষক-শিক্ষার্থী কথা বলা অথবা দলগতভাবে আলোচনায় যুক্ত হবে। শিক্ষা বা চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটির কর্মকান্ড ও সমাজসেবায় তাদের অবদান বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করতে চেষ্টা করো। সেবাকাজের গুরুত্ব অনুধাবন করার জন্যে তোমার পূর্ব জ্ঞান ও বর্তমানে প্রদর্শিত অভিজ্ঞতা সমন্বয় করো। তুমি ভালো করে উপলব্ধি করো, যে কীভাবে সুবিধাবঞ্চিত মানুষ, গরীব মায়েরা, অসুস্থ লোকেরা, অসুস্থ শিশুরা বিনামূল্যে ডাক্তারি পরামর্শ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসেবা গ্রহণ করছে। তারা তাদের নিজস্ব এলাকায় বসবাস করে কীভাবে আয় বৃদ্ধি করা যায় তার জন্যে প্রশিক্ষণ পাচ্ছে। দক্ষতা উন্নয়নের জন্যে প্রশিক্ষণ পাচ্ছে, সুস্থ থাকার জন্যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিষয়ে শিক্ষা পাচ্ছে। তাদের অনেকেরই বাড়ি-ঘর নেই, চাকুরি নেই, খাবার নেই, চিকিৎসার জন্যে টাকা নেই। কেউ কেউ আছে তারা তোমাদেরই সমবয়সী।

তুমি খুব ভালো করে উপলব্ধি করো যে এই প্রতিষ্ঠানটি যে কাজ করছে, তা প্রভু যীশু খ্রীষ্টের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে করছে। যে বিষয়গুলো তোমার ভালো লাগবে তা নোট খাতায় লিখে রাখো। পরিদর্শন চলাকালীন সময় কোনো প্রকার কাগজ বা ময়লা-আবর্জনা দিয়ে পরিদর্শনের এলাকা নষ্ট করা যাবে না। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী খাবার খেতে হবে। ফিরে আসার জন্যে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী পরিবহণে সারিবদ্ধভাবে উঠতে হবে। ফিরে আসার পর শৃঙ্খলার সাথে নেমে বাসায় চলে যাবে। যাবার সময় শিক্ষককে ধন্যবাদ দেবে। তোমার মাতা-পিতা বা অভিভাবক তোমাকে গ্রহণ করলে তাদের সাথে বাসায় চলে যাবে আর তোমাকে যদি একাকী যেতে হয় তাহলে পথে কোথাও দেরি করবে না।

 

বিবরণী তৈরি করবো

শিক্ষা ও চিকিৎসাসেবা বিষয়ে তোমার পূর্ব অভিজ্ঞতা ও পরিদর্শন থেকে যে ধারণা লাভ করেছো এ দু'টির সমন্বয় করে একটি বিবরণী বাড়ি থেকে লিখে আনতে হবে।

Content added || updated By
Promotion