পুরুষ ও স্ত্রী কবুতরের মধ্যে পার্থক্য (Difference between male and female pigeon)
কবুতর চেনার উপায়
স্ত্রী এবং পুরুষ কবুতর চেনা বেশ কঠিন। তবে দীর্ঘদিন অবলোকনের পর চেনা সহজ হয়। কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে স্ত্রী এবং পুরুষ কবুতরকে পৃথক করা যায়।
| পুরুষ কবুতর | স্ত্রী কবুতর | 
১. তুলনামূলকভাবে আকারে বড়। ২. কবুতর দেখতে চটপটে এবং চঞ্চল। ৩. মলদ্বারে উঁচু মাংসল অংশ থাকে। ৪. স্ত্রী কবুতরকে ঘিরে ঘুরে ঘুরে ডাকে । ৫. ঠোঁট সামনের দিকে টানলে গলা নিজের দিকে নেয়ার চেষ্টা করে । ৬. দেহ চাকচিক্যপূর্ণ ।  | ১. আকারে পুরুষ কবুতরের চেয়ে ছোট। ২. দেখতে শান্ত এবং নমনীয় প্রকৃতির । ৩. মলদ্বারে উঁচু মাংসল অংশ থাকে না । ৪. এরা ঘুরে ঘুরে ডাকে না। ৫. ঠোঁট সামনের দিকে টানলে চুপ করে থাকে । ৬. দেহ চাকচিক্য নয় ।  | 
Read more