পৃথিবীর গতি

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক বিজ্ঞান - মহাবিশ্ব | NCTB BOOK
1.1k
Summary

প্রশ্ন: পৃথিবী কীভাবে ঘুরে?

পৃথিবী সৌরজগতের একটি গ্রহ যা সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এই আবর্তনকে বার্ষিক গতি বলা হয়, যা সম্পূর্ণ করতে ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে। এছাড়া, পৃথিবী নিজের অক্ষের উপরও ঘুরছে, যা আহ্নিক গতি। নিজের অক্ষের ব্যবধান একবার ঘুরতে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে, যা একটি দিনের সমান।

পৃথিবীর অক্ষ হেলে আছে এবং এটি উত্তর-দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। অক্ষ হলো একটি কাল্পনিক রেখা যা কোন বস্তুর কেন্দ্র বরাবর চলে।

প্রশ্ন : পৃথিবী কীভাবে ঘুরে?

পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে ।

সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে যা একটি দিনের সমান। অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর-দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে।

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...