প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
1

অতি সংক্ষিত প্রশ্ন

১ । বড় গাছ রোপণের গর্তের মাপ কত ? 

২। গর্তের আকার কিসের উপর নির্ভর করে ? 

৩ । চারা বা ছোট গাছের ক্ষেত্রে চারার গোড়া হতে কমপক্ষে কত দূর দিয়ে সার ব্যবহার করতে হয় ? 

৪ । ফল গাছে কখন সেচ দিতে হয় ?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ফল গাছ রোপণের জন্য গর্ত তৈরির কৌশল বর্ণনা কর । 

২ । গাছ রোপণের জন্য জাতভেদে গর্ত করার সময় উল্লেখ কর । 

৩ । গর্তে সার প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর । 

৪ । গাছ রোপণের জন্য জাতভেদে গর্তের আকার কিরূপ হওয়া উচিত । 

৫ । নিম্নলিখিত আকৃতির গাছ রোপণের জন্য গর্তের আকার লেখ । বড়, মাঝারি, ছোট ও খুব ছোট ।

রচনামূলক প্রশ্ন 

১ । চারা রোপণের জন্য গর্ত তৈরির ধাপগুলো বর্ণনা কর । 

২। জমিতে গাছ লাগানোর জন্য গর্তকরণ ও সার প্রয়োগ সম্বন্ধে যা জান লেখ । 

৩ । গাছের আকার, মৌসুমে ও মাটি ভেদে গর্তের আকার ও আয়তন সম্পর্কে বর্ণনা দাও । 

৪ । গর্তে সার প্রয়োগের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি বর্ণনা কর ।

Content added By
Promotion