সুহাদা রহমান এইচএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরীক্ষায় সে পাস করতে পারেনি। ফেলের খবর শুনে সে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ে। দুঃখ-কষ্টে সে পড়াশোনা ছেড়ে দিয়ে খালামনির সাথে কাপড়ের ব্যবসার কাজে নামে। অবশেষে পড়াশোনার ব্যর্থতা ঘুচিয়ে আজ সে ব্যবসা সফল নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত।
চার বছরের শিশু সোহান খেলনা গাড়ি দিয়ে খেলছিল। গাড়িটি তার হাত থেকে পড়ে ভেঙে গেল। সোহান কান্না শুরু করল। পরে তার মা তাকে আর একটি গাড়ি এনে দিলে সে কান্না থামায় এবং আনন্দ প্রকাশ করে।
Read more