মৌলিক উৎপাদকে প্রকাশ

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক গণিত - গুণিতক এবং গুণনীয়ক | NCTB BOOK

মৌলিক উৎপাদকে প্রকাশ

কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা (শুধু দুইটি) হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। যেমন- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ ইত্যাদি মৌলিক সংখ্যা।

১ কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা ১।

নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়? কেন?

8 ৯ ২১ ৩৩ ৩৭ ৪৩ ৪৯ ৫৭ ৫৯ ৬৩ ৬৭

যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। উদাহরণস্বরূপ,

৪ = ২ × ২৬ = ২ × ৩

৮ = ২ × ৪

= ২××

২৪ = ২ × ১২

= ২××

= ২×××

এই পদ্ধতিকে বলা হয় মৌলিক উৎপাদকে প্রকাশ। প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক উৎপাদক।

নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি।

(১) ১২ 

(২) ২৪ 

(৩) ৩৫ 

(৪) ৪৫ 

(৫) ২৬

৩০ এবং ৪৫ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি।

১৫ এবং ১৬ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি।

যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার ______ ।

১৮, ১২ এবং ১৪ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি।

লসাগু নির্ণয় কর :

(১) ৪,৬

(২) ৮, ১০ 

(৩) ৩, ৫

(৪) ১২, ১৫ 

(৫) ২৪, ৩৬ 

(৬) ৩৫, ৩২

(৭) ১২, ৮, ১০ 

(৮) ৬, ৯, ১২ 

(৯) ১৪, ২১, ১৮

(১০) ১৬, ২৪, ১৫, ২৮

(১১) ৭, ১০, ১২, ১৪

৩০ এবং ৪৫ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি।

১৫ এবং ১৬ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি।

যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে তাদের গসাগু হবে _________।

৫৬, ২৮ এবং ৪২ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি।

গসাগু নির্ণয় কর :

(১) ৮,৬ 

(২) ১২, ১০ 

(৩) ৯, ১৬

(৪) ৩২, ২৪ 

(৫) ৩৬, ৪৫ 

(৬) ১০৫, ১৪০

(৭) ১৮, ৩০, ২৪ 

(৮) ৩২, ৬৪, ৪০ 

(৯) ৩৫, ২১, ২৮

(১০) ৩৯, ২৬, ৫২, ২৪

(১১) ২৫, ২৬, ২৭, ৩০

Content added By

আরও দেখুন...

Promotion