রেনেসা

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
903
903

রেনেসাঁস বা পুনর্জাগরণ / নবজাগরণ (ফরাসি: Renaissance, ইতালীয়: Rinascimento) ছিল পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে সংঘটিত ইউরোপীয় ইতিহাসে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পনের মধ্যবর্তী সময়। এটি মধ্যযুগের সংকটের পর ইতালির ফ্লোরেন্স নগরী থেকে সংঘটিত হয়ে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত করে। এটি দ্বারা সাংস্কৃতিক পর্যায়কেও বোঝানো হয়। এযুগের সময়কাল ছিল আনুমানিক ১৪০০ থেকে ১৬০০ শতাব্দী পর্যন্ত।

 

জেনে নিই 

  •  রেনেসা শুরু হয়- ইতালির ফ্লোরেন্স নগরী থেকে।
  • রেনেসা মূলত ইউরোপের বিশেষ সাংস্কৃতিক আন্দোলন। 
  •  রেনেসাঁর অগ্রদূত- লিওনার্দো দ্য ভিঞ্চি ।
  •  রেনেসাঁর সময়কাল- পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে। 
  •  রেনেসার ফলাফল- সাংস্কৃতিক, শিল্পকলা ও বিজ্ঞানের নতুন মানদণ্ড বিশ্ব সভ্যতার কেন্দ্রে নিয়ে আসে ইউরোপকে ।
Content added By
Promotion