লেখক-পরিচিতি

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK
600
Summary

অক্ষয়কুমার বড়াল ১৮৬০ সালে কলকাতার চোরাবাগান এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কালীচরণ বড়াল এবং তিনি কলকাতার হেয়ার স্কুলে পড়াশোনা শুরু করেন, কিন্তু তা শেষ না করে কর্মজীবনে প্রবেশ করেন। ব্যাংক ও ইন্সিওরেন্স কোম্পানিতে চাকরি করে জীবিকা নির্বাহ করলেও ব্যক্তিগতভাবে অনেক জ্ঞান অর্জন করেন।

১২৮৯ বঙ্গাব্দে 'বঙ্গদর্শন' পত্রিকায় তাঁর প্রথম কবিতা "রজনীর মৃত্যু" প্রকাশিত হয়। অক্ষয়কুমারের কাব্যে আবেগের চেয়ে ভাবগত সংহতি ও বুদ্ধিদীপ্ত কল্পনার উপর জোর দেওয়া হয়েছে। তিনি ইংরেজ কবি ব্রাউনিং-এর দ্বারা প্রভাবিত ছিলেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম ‘প্রদীপ’, এছাড়া 'কনকাঞ্জলি', 'ভুল', 'শঙ্খ', 'এষা' প্রভৃতি অন্যান্য কাব্যগ্রন্থও আছে। তিনি কিছু অনুবাদ কবিতা ও গানও রচনা করেছেন। অক্ষয়কুমার বড়াল ১৯১৯ সালের ১৯ জুন মৃত্যুবরণ করেন।


অক্ষয়কুমার বড়াল ১৮৬০ খ্রিষ্টাব্দে কলকাতার চোরাবাগান এলাকায় জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম কালীচরণ বড়াল । কলকাতার হেয়ার স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন। কিন্তু সেখানে অধ্যয়ন শেষ না-করেই কর্মজীবনে চলে যান। কর্মজীবনে তিনি ব্যাংক ও ইন্সিওরেন্স কোম্পানিতে চাকরি করে জীবিকা নির্বাহ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে না পারলেও নিজের চেষ্টায় তিনি প্রভূত জ্ঞান অর্জন করেন। ১২৮৯ বঙ্গাব্দে ‘বঙ্গদর্শন' পত্রিকার অগ্রহায়ণ সংখ্যায় তাঁর প্রথম কবিতা “রজনীর মৃত্যু” প্রকাশিত হয়। অক্ষয়কুমারের কাব্যে আবেগের আতিশয্যের চেয়ে ভাবগত সংহতি ও বুদ্ধিদীপ্ত কল্পনাই প্রধান। তাঁর কাব্যে ইংরেজ কবি ব্রাউনিং-এর বিশেষ প্রভাব আছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রদীপ’ । অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : ‘কনকাঞ্জলি’, ‘ভুল’, ‘শঙ্খ’, ‘এষা’। এছাড়াও তাঁর কিছু অনুবাদ কবিতা ও গান রয়েছে। অক্ষয়কুমার বড়াল ১৯১৯ খ্রিষ্টাব্দের ১৯এ জুন মৃত্যুবরণ করেন।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...