অগ্রদূত- কোনো একটি বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণকারী।
অটিজম- যে মানসিক অবস্থার কারণে শিশুরা অন্যদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না।
অর্থকরী ফসল- যেসব কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।
অর্থনীতি -অর্থ ও ব্যবসা সংক্রান্ত কার্যাবলি ।
আবহাওয়া -কোনো স্থানের সল্প সময়ের গড় তাপমাত্রা ও বৃষ্টিপাত ।
কুটির শিল্প - বাড়িঘরে অল্প পরিমাণে ক্ষুদ্র পরিসরে পণ্য উৎপাদন।
গণতন্ত্র- জনগণের শাসন।
ঘটনাপঞ্জি- কোনো নির্দিষ্ট সময়ের ঘটনা।
জমিদার- কোনো একটি অঞ্চলের অনেক জমির মালিক ও শাসক ।
জলবায়ু- কোনো স্থানের দীর্ঘ সময়ের পড় আবহাওয়া।
নদীভাঙন- পানির স্রোতের কারণে নদীর পাড়ে যে ভাঙন হয়।
বদ্বীপ- অনেকগুলো নদীর মোহনায় পলি জমা হরে ত্রিকোণাকৃতি বা “ব” এর মতো যে দ্বীপের সৃষ্টি হয়।
বীরশ্রেষ্ঠ -মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত সর্বোচ্চ উপাধি।
মাতৃতান্ত্রিক -যে সমাজ ব্যবস্থার পরিবারের প্রধান থাকেন মা ।
মিত্রবাহিনী- মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বাহিনী।
মুক্তিফৌজ- মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পেশাদার সশস্ত্র বাহিনী।
মুক্তিবাহিনী- দেশের মুক্তির জন্য ১৯৭১ সালে সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনী যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
লঙ্ঘন- অগ্রাহ্য করা, পালন না করা।
সিপাহী- সাধারণ সৈন্য ।
ইপিআর- ইস্ট পাকিস্তান রাইফেলস।
আরও দেখুন...