আরবের মরু প্রান্তর। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর (রা)। তিনি দেখলেন, উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে।
হজরত আবু বকর (রা) বললেন, 'কী করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে?' যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, 'এ আমার ক্রীতদাস। সে ইসলাম গ্রহণ করেছে। তাই এই শাস্তি!'
আবু বকর (রা)-এর মনে দয়া হলো। তিনি ওই যুবককে কিনে নিলেন। এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল (রা)। তাঁর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সেই সময়ে আরবে ক্রীতদাস-প্রথা ছিল। মনিবদের অমানবিক নির্যাতনের শিকার হতো ক্রীতদাসেরা। আবু বকর (রা) অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন।
আবু বকর (রা) ছিলেন মুহাম্মদ (স)-এর ঘনিষ্ঠ সহচর। তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। ইসলাম গ্রহণের পর তাঁকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এক সময়ে কাফেররা মুহাম্মদ (স)-কে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময়ে তাঁর সাথে ছিলেন আবু বকর (রা)।
আবু বকর (রা) ৫৭৩ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ (স)-এর মৃত্যুর পর আবু বকর (রা) ইসলামের প্রথম খলিফা হন। বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব-দুঃখীর কল্যাণে।
এই মহান খলিফা ৬৩৪ খ্রিষ্টাব্দে পৃথিবী থেকে চিরবিদায় নেন। মৃত্যুর আগে তিনি তাঁর মেয়ে আয়েশা (রা)-কে বলেছিলেন, 'মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও।' হজরত আবু বকর (রা) দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাদের যাতে কষ্ট না হয়, সেটি তিনি খেয়াল রাখতেন।
শব্দ শিখি
প্রান্তর - খোলা জায়গা
তপ্ত - গরম
উত্তপ্ত - গরম
ক্রুদ্ধ কণ্ঠে - রাগের গলায়
মনিব - মালিক
ক্রীতদাস - কেনা গোলাম
মুয়াজ্জিন - যিনি আজান দেন
মুক্ত - স্বাধীন
আহ্বান - ডাক
সহচর - সঙ্গী
হিজরত - এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া
কোষাগার - যেখানে টাকা রাখা হয়
যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই
প্রান্তর ন ন + ত অন্তর . . . . . . . . . . . . . . . . . . .
মুক্ত ক্ত ক + ত রক্ত . . . . . . . . . . . . . . . . . . .
মক্কা ক্ক ক + ক অক্কা . . . . . . . . . . . . . . . . . . .
জ্ঞান জ্ঞ জ + ঞ বিজ্ঞান . . . . . . . . . . . . . . . . . . .
ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলি লিখি
আজান | কাফেররা | তপ্ত | দয়া | রাজকোষের | সহচর |
দুপুরের রোদে বালু . . . . . . . . . . . . . . . . . . .হয়ে আছে।
আবু বকর (রা)-এর মনে. . . . . . . . . . . . . . . . . . . হলো।
বেলাল (রা)-এর সুললিত কণ্ঠে প্রথম . . . . . . . . . . . . . . . . . . .ধ্বনিত হলো।
আবু বকর (রা) ছিলেন হজরত মুহাম্মদ (স)-এর ঘনিষ্ঠ. . . . . . . . . . . . . . . . . . .
এক সময়ে . . . . . . . . . . . . . . . . . . .হজরত মুহাম্মদ (স)-কে হত্যার ঘোষণা দেয়।
আবু বকর (রা) . . . . . . . . . . . . . . . . . . .অর্থ ব্যয় করতেন গরিব-দুঃখীদের কল্যাণে।
বাক্য লিখি
হিজরত . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
আজান . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সহচর . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
অত্যাচার . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
অসহায় . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
বিপরীত শব্দ জেনে নেই
উত্তপ্ত - ঠান্ডা
শাস্তি - ক্ষমা
মনিব - দাস
কল্যাণ - অকল্যাণ
জন্ম - মৃত্যু
উত্তর বলি ও লিখি
তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল?
হজরত মুহাম্মদ (স. কোথায় হিজরত করেন?
ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
হজরত আবু বকর (রা) মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন?
সঠিক উত্তরটি বলি ও লিখি
তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন -
ক. হজরত মুহাম্মদ (স ) খ. হজরত আবু বকর (রা)
গ. হজরত ওমর (রা) ঘ. হজরত বেলাল (রা)
ক্রীতদাস অর্থ -
ক. কেনা গোলাম খ. মনিব
গ. মুয়াজ্জিন ঘ. খলিফা
হজরত আবু বকর (রা) মৃত্যুবরণ করেন -
ক. ৭৩৪ খ্রিষ্টাব্দে খ. ৬৭০ খ্রিষ্টাব্দে
গ. ৭৭৩ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩৪ খ্রিষ্টাব্দে
মূলপাঠ দেখে বিরামচিহ্ন বসাই
আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর (রা) তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে
হজরত আবু বকর (রা) বললেন কী করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে
Read more