হাসি
রোকনুজ্জামান খান
হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই?
এই শোন না, কত হাসির
খবর বলে যাই।
খোকন হাসে ফোকলা দাঁতে
চাঁদ হাসে তার সাথে সাথে,
কাজল বিলে শাপলা হাসে
হাসে সবুজ ঘাস,
খলসে মাছের হাসি দেখে
হাসেন পাতিহাঁস।
টিয়ে হাসে রাঙা ঠোঁটে,
ফিঙের মুখেও হাসি ফোটে,
দোয়েল-কোয়েল-ময়না-শ্যামা
হাসতে সবাই চায়,
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।
এত হাসি দেখেও যারা
গোমড়া মুখে চায়,
তাদের দেখে প্যাঁচার মুখেও
কেবল হাসি পায়।
(সংক্ষেপিত)
শব্দ শিখি
ফোকলা - দাঁতহীন
বিল - স্রোতহীন জলাশয়
রাঙা - রঙিন
গোমড়া - গম্ভীর
খবর - সংবাদ
বাক্য লিখি
খবর . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ফোকলা . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
রাঙা . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
গোমড়া. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
বাম পাশের সাথে ডান পাশের মিল করি
খোকন হাসে রাঙা ঠোঁটে।
চাঁদ হাসে শাপলা হাসে।
কাজল বিলে হাসেন পাতিহাঁস।
টিয়ে হাসে ফোকলা দাঁতে।
খলসে মাছের হাসি দেখে খোকনের সাথে।
ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি
পিলে , পেঁচার , চাঁদ , খবর , রাঙা |
এই শোন না কত হাসির . . . . . . . . . . . . . . . . বলে যাই।
. . . . . . . . . . . . . . . . হাসে তার সাথে সাথে।
টিয়ে হাসে . . . . . . . . . . . . . . . . ঠোঁটে।
বোয়াল মাছের দেখলে হাসি . . . . . . . . . . . . . . . . চমকে যায়
তাদের দেখে . . . . . . . . . . . . . . . . মুখেও কেবল হাসি পায়
কবিতাটি না দেখে বলি ও লিখি
উত্তর বলি ও লিখি
খোকন কীভাবে হাসে?
কাজল বিলে কে হাসে?
কার হাসি দেখে পিলে চমকে যায়?
কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়?
খলসে মাছের হাসি দেখে কে হাসে?
পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি
Read more