১৯৭০ সালের নির্বাচন এবং পরবর্তী ঘটনাপ্রবাহ

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ | NCTB BOOK
1.1k
Summary

ইয়াহিয়া খান ১৯৭০ সালের ২৬শে মার্চ বেতার ভাষণে নির্বাচনের প্রতিশ্রুতি দেন এবং ১লা জানুয়ারি থেকে রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দেন। জাতীয় পরিষদের নির্বাচন ৫ই অক্টোবর এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন ২২শে অক্টোবর ঘোষণা করা হলেও, এগুলি পিছিয়ে ৭ই ও ১৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এছাড়া, পূর্ব পাকিস্তানের উপকূল অঞ্চলে ১২ই নভেম্বর ঘূর্ণিঝড়ের কারণে সেখানের নির্বাচন ১৭ই জানুয়ারি অনুষ্ঠিত হয়।

ইয়াহিয়া খান ক্ষমতায় এসে ১৯৭০ সালের ২৬শে মার্চ এক বেতার ভাষণে পরবর্তী নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় ১৯৭০ সালের ১লা জানুয়ারি থেকে সর্বপ্রকার বিধিনিষেধ প্রত্যাহার করে পুনরায় রাজনৈতিক তৎপরতার অনুমতি দেওয়া হয় । পাশাপাশি ৫ই অক্টোবর জাতীয় পরিষদ ও ২২শে অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে ৭ই ডিসেম্বর এবং ১৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় । তবে ১২ই নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূল অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হওয়ায় ঐ সব অঞ্চলে ১৯৭১ সালের ১৭ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...