অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা - অহিংসা ও পরোপকার | | NCTB BOOK
38
38

শূন্যস্থান পূরণ কর :

১। ___  ব্যক্তি সবসময় সকলের মঙ্গল কামনা করেন ৷

২। বশিষ্ঠের আশ্রমে ছিল একটি ___ ৷

৩। বশিষ্ঠের আশীর্বাদে বিশ্বামিত্র ___ হয়েছিলেন। 

৪। পাণ্ডবেরা ব্রাহ্মণবেশে ___ নগরে বাস করতেন। 

৫। পাণ্ডবদের মধ্যে ___ ছিলেন খুব শক্তিশালী।

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। বড় হতে হলে আমাদের 

২। বিশ্বামিত্র বশিষ্ঠের মতো 

৩। বিশ্বামিত্র বশিষ্ঠের কাছে চেয়েছিলেন

৪। হিন্দুধর্ম মতে সকল জীবের মধ্যেই 

৫। অহিংসা পরম

ধর্ম । 

তাঁর কামধেনুটি। 

ব্রহ্মর্ষি হতে চেয়েছিলেন। 

অহিংস হতে হবে। 

আশীর্বাদ। 

ঈশ্বর আছেন। 

যজ্ঞের অশ্বটি।

 

নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। অহিংসা কী? 

২। বিশ্বামিত্র কেন বশিষ্ঠকে হিংসা করতেন ? 

৩। কামধেনু কাকে বলে ? 

৪। পাণ্ডবেরা বেঁচে গিয়ে কোথায় বাস করতেন? 

৫। ভীম রাক্ষসটাকে কীভাবে মেরেছিলেন ?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। অহিংসা কাকে বলে? বুঝিয়ে লেখ। 

২। বশিষ্ঠ কীভাবে বিশ্বামিত্রকে আপ্যায়ন করলেন ? 

৩। পরোপকারের গুরুত্ব ব্যাখ্যা কর। 

৪। ব্রাহ্মণের ঘরে কান্নার রোল উঠেছিল কেন ? 

৫। নগরবাসী বক রাক্ষসের হাত থেকে কীভাবে রক্ষা পেয়েছিল?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion