পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি || ঢাকা বোর্ড || 2016

পৌরনীতি ও সুশাসন
  • (১)

    আলম সাহেব একজন খ্যাতনামা মুসলিম রাজনীতিবিদ। তিনি তার ধর্মের অনুসারীদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার জন্য তার দলের বার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করেন। উক্ত প্রস্তাবে একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত ছিল।

    • (ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করে?
      Please wait...
    • (খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায় ?
      Please wait...
    • (গ) আলম সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) তোমার পঠিত উক্ত প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল—তুমি কী এ বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ লিখ ।
      Please wait...
  • (২)

    'ক' ও 'খ' একটি বৃহৎ রাষ্ট্রের দুই অঞ্চল। 'ক' অঞ্চলের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে ধরে রাখে। এতে 'খ' অঞ্চল বৈষম্যের শিকার হয়। এ বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে 'খ' অঞ্চলের একজন মহান নেতা কিছু কর্মসূচি পেশ করেন।উক্ত কর্মসূচিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা, বৈদেশিক বাণিজ্যে প্রাদেশিক সরকারকে ক্ষমতা প্রদানের দাবি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এতে মুদ্রা ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে কোনো বক্তব্য ছিল না।

    • (ক) পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশের ভাষা ছিল বাংলা?
      Please wait...
    • (খ) আগরতলা মামলা কেন দায়ের করা হয়?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত 'খ' অঞ্চলের মহান নেতার উত্থাপিত কর্মসূচির সাথে তোমার পঠিত কোন কর্মসূচির মিল আছে? ব্যাখ্যা কর ।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে বিবৃত কর্মসূচি এবং তোমার পঠিত কর্মসূচির মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে কর? যুক্তি দাও ।
      Please wait...
  • (৩)

    জনাব রহমত আলী হজ্জব্রত পালন শেষে দেশে ফিরে এসে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি কৃষকদেরকে জমিদার ও মহাজনদের অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে তোলেন। সরকার তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা দেয় এবং তাকে প্রতিহত করার উদ্যোগ নেয়। তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

    • (ক) ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
      Please wait...
    • (খ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন?
      Please wait...
    • (গ) জনাব রহমতআলীর কার্যক্রমের সাথে উপমহাদেশের কোন সংস্কারকের সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) “উক্ত সংস্কারকের আত্মত্যাগ বাঙালিদেরকে মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে” – যুক্তিসহ লেখ।
      Please wait...
  • (৪)

    সুমাইয়ার দেশের সংবিধান একটি লিখিত সংবিধান। সংসদীয় পদ্ধতির সরকার, দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি এ সংবিধানের মূল বৈশিষ্ট্য। এ সংবিধান সংশোধনের জন্য আইনসভার তিন- চতুর্থাংশের সদস্যদের সমর্থন প্রয়োজন। সংবিধানটিতে জনগণের মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও রাষ্ট্র চালনার 'মূলনীতির' কোনো উল্লেখ নেই।

    • (ক) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়?
      Please wait...
    • (খ) বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) সুমাইয়ার দেশের সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানের সাদৃশ্য দেখাও।
      Please wait...
    • (ঘ) বাংলাদেশের সংবিধান সুমাইয়ার দেশের সংবিধান অপেক্ষা উত্তম— তুমি কী একমত? যুক্তি দিয়ে লিখ।
      Please wait...

Promotion