পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি || যশোর বোর্ড || 2016

পৌরনীতি ও সুশাসন
  • (১)

    একটি দেশের সর্বদক্ষিণে অবস্থিত 'ক' ইউনিয়নটি আয়তনে অনেক বড় এবং জনসংখ্যাও বিপুল। একজন চেয়ারম্যানের পক্ষে এতবড় ইউনিয়ন নিয়ন্ত্রণ করা কঠিন। ইউনিয়নের এক বিশাল জনগোষ্ঠী পৃথক ইউনিয়ন গঠনের দাবি জানায়। কর্তৃপক্ষ তাতে সাড়া দিয়ে প্রশাসনিক, অর্থনৈতিক ও বিভিন্ন কারণ দেখিয়ে ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।

    • (ক) পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়?
      Please wait...
    • (খ) সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণটি বাখ্যা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ঐতিহাসিক কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকের আলোকে পাঠ্যবইয়ের ঐতিহাসিক ঘটনাটির ফলাফল মূল্যায়ন কর।
      Please wait...
  • (২)

    জমিদার ও মহাজনদের দ্বারা কৃষকদের শোষণ ও অত্যাচার দেখে জনাব আবুল হোসেন ব্যথিত হন এবং রাজনীতিতে যোগ দেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ, আইন, মহাজনী ও প্রজাস্বত্ব আইন পাস হয়। ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।

    • (ক) মজলুম জননেতা কে ছিলেন?
      Please wait...
    • (খ) দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত জনাব আবুল হোসেনের সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকাণ্ডের সাদৃশ্যরয়েছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) ঐ সকল কর্মকাণ্ড ছাড়াও উক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আরো অনেক জনহিতকর কাজ করেছেন বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৩)

    X' নামক রাষ্ট্রটি একটি বিদেশি শক্তি দ্বারা শাসিত হয়। এখানে দুটি সম্প্রদায়ের বাস। সম্প্রদায় দুটির মধ্যে সম্প্রীতি ছিল। আবার মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গাও লেগে যেত। বিদেশি শক্তিটি 'X' রাষ্ট্রকে শাসন করার জন্য বিভিন্ন সময় আইন তৈরি করে। কিন্তু সম্প্রদায় দুটিকে কোনোক্রমেই খুশি করতে পারে না। অবশেষে দেশটি বিভক্ত করে দু'টি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিদেশি শক্তি একটি আইন পাস করে। আইনটিতে স্বাধীন ও সার্বভৌম দু'টি ডোমিনিয়ন প্রতিষ্ঠার কথা বলা হয়।

    • (ক) কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?
      Please wait...
    • (খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত আইনটি ব্রিটিশ-ভারতের, রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ—বিশ্লেষণ কর ।
      Please wait...
  • (৪)

    'Y' রাষ্ট্রে জনগণ তাদের মাতৃভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার জন্য দাবি করে আসছিল। শাসকগোষ্ঠী তা কোনোক্রমেই মানতে রাজি নয়। অবশেষে সমগ্র জনগোষ্ঠী মাতৃভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হয়। শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে রাখে। শাসকগোষ্ঠী এ দাবি মেনে না নিয়ে শান্তিপ্রিয় নিরীহ জনগোষ্ঠীর ওপর আক্রমণ চালিয়ে তাদের হতাহত করে। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শাসকগোষ্ঠী দাবি মানতে বাধ্য হয়।

    • (ক) যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
      Please wait...
    • (খ) দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকে বর্ণিত যে আন্দোলনের মিল আছে তা ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের তাৎপর্য মূল্যায়ন কর।
      Please wait...
  • (৫)

    আসিফ একটি দেশের ইতিহাস পড়ে জানতে পারে— দেশটি একটি ঔপনিবেশিক শক্তির কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীন দেশেও তারা শোষিত বা বঞ্চিত হতে থাকে। দেশের জনগণ শুরু থেকেই এর প্রতিবাদ ও প্রতিরোধ করতে থাকে। একপর্যায়ে তাদের নেতা শাসকদের নিকট দায়িত্বশীল সরকার ব্যবস্থা, পৃথক মুদ্রা এবং আরো কিছু সুপারিশ পেশ করেন।

    • (ক) বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা কে ছিলেন?
      Please wait...
    • (খ) ৭ মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে বর্ণিত নেতার সুপারিশ স্বাধীন বাংলাদেশের পটভূমিতে কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পটভূমিতে উক্ত আন্দোলনের অন্যান্য দাবিগুলোর তাৎপর্য মূল্যায়ন কর।
      Please wait...
  • (৬)

    একটি রাষ্ট্রে দুটি সম্মানজনক পদের অধিষ্ঠিত আছেন জনাব বদরউদ্দিন ও জনাব কামরুজ্জামান। জনাব বদরউদ্দিনের নামে সরকারের সকল নির্বাহী ক্ষমতা গৃহীত হলেও তিনি কোনো ক্ষেত্রেই স্বাধীন ইচ্ছা ব্যবহার করতে পারেন না। এমনকি উচ্চপদে নিয়োগদানের ক্ষেত্রেও তাকে জনাব কামরুজ্জামানের সাথে পরামর্শ করতে হয়।

    • (ক) বাংলাদেশের আইনসভার নাম কী?
      Please wait...
    • (খ) বিচার বিভাগের নিরপেক্ষতা ও আপসহীনতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) জনাব বদরউদ্দিনের কাজের সাথে বাংলাদেশের শাসন বিভাগের কোন ব্যক্তির মিল আছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) জনাব বদরউদ্দিন ও জনাব কামরুজ্জামানের কাজের ধারা বাংলাদেশের শাসন বিভাগের আলোকে তুলনামূলক বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৭)

    রেজোয়ান সমুদ্র উপকূলে বাস করে। ২০০৭ সালে সিডরে তার এলাকায় ব্যাপক ক্ষতি হয়। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে যায়। বিশেষ করে শিক্ষা। প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। এ সকল সমস্যা সমাধানের জন্য জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার নিকট একটি আবেদন জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।

    • (ক) অধ্যাদেশ জারি করেন কে?
      Please wait...
    • (খ) প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) রেজোয়ানের এলাকার যে স্থানীয় সরকার উল্লেখ করা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) রেজোয়ানের আবেদন তার এলাকার সমস্যা সমাধানের সহায়ক ছিল? তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ৷
      Please wait...
  • (৮)

    অধ্যাপক শামসুর রহমান একটি বিশ্ববিদ্যালয়ের নামকরা শিক্ষক। মহামান্য রাষ্ট্রপতি তাঁকে একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ, সৎ ও যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করে । থাকেন। প্রতি বছর এরূপ নিয়োগের মাধ্যমে তিনি । দেশকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিয়ে থাকেন।

    • (ক) SAARC-এর পূর্ণরূপ কী?
      Please wait...
    • (খ) বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর দুটি সমস্যা ব্যাখ্যা কর ।
      Please wait...
    • (গ) উদ্দীপকে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ)

      উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক সংস্থাটি "দেশ ও জাতিকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিতে পারে”।— মূল্যায়ন কর।

      Please wait...
  • (৯)

    মারুফ বাজার থেকে একটি রুইমাছ কিনে আনে। ভুলে মাছটি ফ্রিজে না রেখে টেবিলে রেখে গ্রামের বাড়ি চলে যায়। তিনদিন পর ফিরে এসে দেখে টেবিলে মাছ পড়ে আছে কিন্তু একটুও পচেনি। সে অবাক হয়। এখন সে বাজার থেকে আম, আপেল বা অন্য কোনো ফল কিনতেও ভয় পায়।

    • (ক) অ্যাটর্নি জেনারেলকে নিয়োগদান করেন কে?
      Please wait...
    • (খ) বাংলাদেশের বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
      Please wait...
    • (গ) মারুফ-এর ক্রয়কৃত মাছ না পচার কারণ কী? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত ঘটনার কারণে জনজীবনে যে প্রভাব পড়তে পারে তার প্রতিকারে তোমার মতামত দাও।
      Please wait...
  • (৬)

    সুমাইয়ার দেশের সংবিধান একটি লিখিত সংবিধান। সংসদীয় পদ্ধতির সরকার দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি এ সংবিধানের মূল বৈশিষ্ট্য। এ সংবিধান সংশোধনের জন্য আইনসভার তিন-চতুর্থাংশ সদস্যদের সমর্থন প্রয়োজন। সংবিধানটিতে জনগণের মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও রাষ্ট্র পরিচালনার মূলনীতির কোনো উল্লেখ নেই।

    • (ক) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়?
      Please wait...
    • (খ) বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) সুমাইয়ার দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য দেখাও।
      Please wait...
    • (ঘ) বাংলাদেশের সংবিধান সুমাইয়ার দেশের সংবিধান অপেক্ষা উত্তম। তুমি কী একমত? যুক্তি দাও।
      Please wait...
  • (৭)

    ক' রাষ্ট্রে কেবল সর্বনিম্ন ২১ বছর বয়স্ক পুরুষ নাগরিকদের ভোটাধিকার রয়েছে। নাগরিকগণ প্রকাশ্য ভোটদানের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করতে পারে। কিন্তু এ রাষ্ট্রে নাগরিকগণ নির্বাচন সম্পর্কে উদাসীন। বেশিরভাগ নাগরিক নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করে না এবং প্রার্থী সম্পর্কেও তারা ভালোভাবে অবগত হতে আগ্রহী নন।

    • (ক) বাংলাদেশে প্রথম কত সালে সংসদ নির্বাচন হয়?
      Please wait...
    • (খ) ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সাথে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয়গুলোর অসামঞ্জস্যতা বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকের রাষ্ট্রের নাগরিকদের ভূমিকার যথার্থতা মূল্যায়ন কর।
      Please wait...
  • (৮)

    কলেজ ছাত্রী 'X' কলেজে যাওয়ার পথে একদল বখাটে ছেলে 8 তাকে প্রায়শ অশ্লীল কথা বলে, নানা অঙ্গভঙ্গী করে। একদিন সে প্রতিবাদ করলে; তারা তাকে ভয় দেখায়। সে বাড়িতে এসে তার বাবাকে ঘটনাটি বলে। তার বাবা গ্রামের মুরব্বীদের অবহিত করে। গ্রামের মুরব্বীরা তার পাশে দাঁড়ায়। সকলে মিলে বখাটেদের প্রতিহত করে এবং ভবিষ্যতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাদের তুলে দেয়ার কথা বলে। এতে বখাটেরা ভয় পেয়ে যায়।

    • (ক) এইডস কী?
      Please wait...
    • (খ) জলবায়ু পরিবর্তনজনিত একটি সমস্যা ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে কোন নাগরিক সমস্যাটি উঠে এসেছে? বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) সমস্যাটি সমাধানে গৃহীত পদক্ষেপসমূহের যথার্থতা মূল্যায়ন কর।
      Please wait...
  • (৯)
    ক' সংস্থা'খ' সংস্থা
    ১) প্রাথমিক সদস্য : ৫০প্রাথমিক সদস্য : ২৪
    ২)উদ্দেশ্য : বিশ্বশান্তি রক্ষা,অর্থনৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়নউদ্দেশ্য : মুসলমানদের স্বার্থসংরক্ষণ ও নিজেদের মধ্যকার সহযোগিতা বৃদ্ধি
    (৩) সদর দপ্তর : নিউইয়র্কসদর দপ্তর : জেদ্দা
    • (ক) SAARC-এর পূর্ণরূপ কী?
      Please wait...
    • (খ) বাংলাদেশের বৈদেশিক নীতির একটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
      Please wait...
    • (গ) 'ক' সংস্থার সাথে কোন আন্তর্জাতিক সংস্থার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দেশ্য বাস্তবায়নে 'খ' সংস্থার কার্যক্রম বাংলাদেশের প্রেক্ষিতে মূল্যায়ন কর।
      Please wait...

Promotion