পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি || বরিশাল বোর্ড || 2016

পৌরনীতি ও সুশাসন
  • (১)

    বঙ্গভঙ্গ রদ হওয়ার পর ভারতীয় মুসলমানেরা বেশ হতাশ হয়ে পড়ে। সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটে। ফলে তারা তাদের জন্য পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা অনুভব করে । মুসলিম নেতৃবৃন্দ এ লক্ষ্যে একটি প্রস্তাব পেশ করেন।উক্ত প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আঁকা ছিল।

    • (ক) পলাশীর যুদ্ধ হয় কত সালে?
      Please wait...
    • (খ) ৩রা জুন পরিকল্পনা কী?
      Please wait...
    • (গ) উদ্দীপকে যে ঐতিহাসিক প্রস্তাবের কথা বলা হয়েছে তার মূল বৈশিষ্ট্য আলোচনা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত প্রস্তাবে কীভাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আঁকা ছিল-ব্যাখ্যা কর।
      Please wait...
  • (২)

    দীর্ঘ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে এ অঞ্চলের জনগণের মধ্যে আশা জেগেছিল যে এবার তাদের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে। কিন্তু অচিরেই অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক নিপীড়ন ও রাজনৈতিক বঞ্চনার কারণে তাদের হতাশায় নিমজ্জিত হতে হয়। পরবর্তীতে দীর্ঘ আন্দোলন সংগ্রামের একপর্যায়ে সম্মোহনী নেতৃত্বের গুণাবলিসম্পন্ন এক ব্যক্তিত্ব জনগণের অর্থনৈতিক মুক্তি ও স্বাধিকারের কথা চিন্তা করে কয়েকটি দফার সমন্বয়ে একটি অন্যান্য কর্মসূচি প্রদান। করেন। যা জাতির মুক্তির সনদ হিসেবে বিবেচিত হয়।

    • (ক) যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
      Please wait...
    • (খ) মুজিবনগর সরকারের গঠন লিখ।
      Please wait...
    • (গ) উদ্দীপকের আলোকে উক্ত সম্মোহনী ঘোষিত কর্মসূচি কী? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির আলোকেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে তা বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৩)

    একদিন সাইফুল সাহেব তাঁর মেয়েকে নিয়ে বঙ্গবন্ধু সেতু দেখতে যান। তাঁর মেয়ে বলল, এই বঙ্গবন্ধু সেতুর জন্যই সিরাজগঞ্জ বিখ্যাত হয়ে থাকবে। তিনি বললেন, না, এ অঞ্চলে এমন এক নেতার জন্মস্থান, যিনি ব্রিটিশ-ভারতে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় বহু আন্দোলন করেছেন। শুধুমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি বৃহৎ একটি রাজনৈতক দলের প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রেখেছেন।

    • (ক) দেশবন্ধু উপাধি দেয়া হয় কাকে?
      Please wait...
    • (খ) ভাগ কর, শাসন কর' নীতি বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) উদ্দীপকে যে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কৃষকদের কল্যাণে তাঁর অবদান আলোচনাকর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিত্বের রাজনৈতিক অবদান আলোচনা কর।
      Please wait...
  • (৪)

    সুফিয়া অর্থাভাবে তার ১২ বছরের মেয়ে কাজলীর পড়ালেখার খরচ বহন করতে পারছিল না। তাই সে সাহায্যের জন্য শহরে তার ধনী আত্মীয়ের বাড়ি যায়। তিনি তার মেয়ের পড়াশোনার ভার নেন। মেয়েকে আত্মীয়ের বাড়িতে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যায় একবছর পর সে জানতে পারে কাজলী লেখাপড়ার কোন সুযোগই পায়নি। তাকে জোরপূর্বক বাড়ির সব কাজ করানো হয়। তাই সুফিয়া এ অন্যায়ের প্রতিকার চেয়ে বাংলাদেশের একটি আদালতের শরণাপন্ন হয়।

    • (ক) মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
      Please wait...
    • (খ) গণভোট বলতে কী বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত কাজলী বাংলাদেশের সংবিধানে বর্ণিত কোন অধিকার হতে বঞ্চিত? সেই অধিকারসমূহ উল্লেখ কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে কাজলীর মতো অসহায় মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কোন বিভাগ সক্রিয় ভূমিকা রাখতে পারে এবং কীভাবে তা ব্যাখ্যা কর।
      Please wait...
  • (৫)

    আয়ান উচ্চ শিক্ষার্থে ইংল্যান্ড যায়। সেই দেশের সংবিধান অলিখিত ও সুপরিবর্তনীয়। শাসনব্যবস্থা এককেন্দ্রিক ও মন্ত্রী পরিষদ শাসিত সরকার। সেখানে দ্বিদলীয় ব্যবস্থা বিদ্যমান ও আইনসভা এক- কক্ষবিশিষ্ট। সে দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত থাকলেও শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থা বিদ্যমান ।

    • (ক) মৌলিক অধিকার কী?
      Please wait...
    • (খ) রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কী বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত দেশের সঙ্গে বাংলাদেশের সংবিধানের কোন কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে- ব্যাখ্যাকর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত দেশের সঙ্গে বাংলাদশের সংবিধানের যেসব বৈসাদৃশ্য লক্ষ কর তার, বর্ণনা দাও।
      Please wait...
  • (৬)

    বর্ষার জলাবদ্ধতা নগরজীবনের এক অভিশাপ। নগরবাসীকে এ সংকট হতে মুক্তি দেয়ার জন্য পদক্ষেপ নেয়া হয়। নালা- নর্দমা পরিষ্কার, জলাশয় ভরাট রোধ, জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি নানা পদক্ষেপ নেয়া হয়। সরকারের একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতষ্ঠান এসব কাজ করে থাকে। যেহেতু নির্বাচিত প্রতিনিধিরা এসব কাজে নিয়োজিত জনগণের প্রত্যাশা তাদের প্রতি অত্যধিক। বাংলাদেশে এরূপ প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় তিন শতাধিক।

    • (ক) ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা কত?
      Please wait...
    • (খ) স্থানীয় সরকার কাকে বলে?
      Please wait...
    • (গ) উদ্দীপকে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা নগর উন্নয়নে কী কী কাজ করতে পারে- ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত সংস্থাকে শক্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে- তোমার সুপারিশসমূহ লিখ।
      Please wait...
  • (৭)

    জনাব চৌধুরী প্রথিতযশা আইনজীবী। সংবিধান ছাড়াও দেওয়ানি, ফৌজদারি আইন সম্পর্কে তাঁর ধারণা খুবই স্প আইনজীবী হিসেবে তাঁর সুখ্যাতির কথা বিবেচনায় এনে সরকার তাকে একটি সাংবিধানিক পদে নিয়োগ প্রদান করে। তিনি আইনি পরামর্শ ও সরকারের পক্ষে মামলায় মতামত দিয়ে থাকেন।

    • (ক) সরকারি কর্মকমিশন কী?
      Please wait...
    • (খ) দুর্নীতি দমন কমিশনের গঠন সম্পর্কে লিখ।
      Please wait...
    • (গ) উদ্দীপকে বর্ণিত আইনজীবীর উক্ত সাংবিধানিক পদে নিয়োগের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির ভূমিকা মূল্যায়ন কর ।
      Please wait...
  • (৮)

    যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত করে বিশ্বব্যাপী স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় একটি আন্তর্জাতিক সংগঠন, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রে। বর্তমানে ১৯৩টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এ সংগঠনের সদস্য। বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধের অবসান, টেকসই উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা ছাড়াও স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিধান সংস্থাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংগঠনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। মূলত আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এ সংস্থাটি করলেও বিভিন্ন ক্ষেত্রে এর ব্যর্থতাও রয়েছে।

    • (ক) EU-এর পূর্ণরূপ লেখ ।
      Please wait...
    • (খ) সার্কের দুটি উদ্দেশ্য ব্যাখ্যা কর
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা সম্পর্কে বর্ণনা কর ।
      Please wait...
    • (ঘ) উল্লিখিত সংগঠনকে অধিকতর কার্যকর করার জন্য কী পদক্ষেপ নেয়া যায় তা ব্যাখ্যা কর ।
      Please wait...
  • (৯)

    যাচ্ছে এবং প্রায়শই তিনি অসুস্থবোধ করেন। তাকে দেখেও বেশ ক্লান্ত ও অবসাদগ্রস্ত মনে হয়। তাছাড়াও তিনি দীর্ঘদিন থেকে জ্বর, শুকনা কাশি এবং নিউমোনিয়াসহ শারীরিক সমস্যায় ভুগছেন। এসব জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান, তার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ডাক্তার আরো বললেন তিনি এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত এবং উন্নয়নশীল দেশগুলোতে এ রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে।

    • (ক) HIV কী?
      Please wait...
    • (খ) ভেজাল খাদ্য বলতে কী বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত জনাব নারায়ণের রোগের কারণসমূহ উল্লেখ কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে বর্ণিত রোগের বিস্তাররোধে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে তা বর্ণনা করে।
      Please wait...

Promotion