পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি || দিনাজপুর বোর্ড || 2016

পৌরনীতি ও সুশাসন
  • (১)

    শাহেদ ও জাহেদ দুজন ভিন্ন রাষ্ট্রের নাগরিক। শাহেদের রাষ্ট্রে সরকারপ্রধান আইনসভার নিকট দায়ী থাকেন। কিন্তু জাহেদের রাষ্ট্রে সরকার ও রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি। তিনি আইনসভার নিকট দায়বদ্ধ নন।

    • (ক) অভিশংসন কী?
      Please wait...
    • (খ) বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
      Please wait...
    • (গ) জাহেদের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) বাংলাদেশের সরকার পদ্ধতির সাথে শাহেদের রাষ্ট্রের কোনো সাদৃশ্য আছে কি? বিশ্লেষণ কর।
      Please wait...
  • (২)

    মি. করিম ব্রিটিশ উপনিবেশিক অঞ্চলের একটি রাজনৈতিক দলের প্রখ্যাত নেতা। তিনি ঐ অঞ্চলের সকল জনগণের স্বার্থরক্ষার জন্য তার দলের বার্ষিক সভায় একটি সুপারিশমালা পেশ করেন। তার সুপারিশমালায় ঐ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রের ইঙ্গিত ছিল। কিন্তু কেন্দ্রের সাথে স্বাধীন অঙ্গরাজ্যসমূহের সম্পর্ক কী হবে বা সংখ্যালঘুদের স্বার্থরক্ষার বিষয়টি সুনির্দিষ্ট করা হয়নি।

    • (ক) পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন?
      Please wait...
    • (খ) কী উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
      Please wait...
    • (গ) মিঃ করিমের সুপারিশমালার সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পঠিত বিষয়টি ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকের সুপারিশমালার আলোকে তোমার পঠিত সুপারিশমালার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৩)

    রহিমপুর উপজেলার সবচেয়ে বড় একটি ইউনিয়ন হলো | আলীনগর। তাই একজন চেয়ারম্যানের পক্ষে সমগ্র ইউনিয়ন পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এজন্য কর্তৃপক্ষ প্রশাসনিক সুবিধার্থে আলীনগরকে পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এতে পূর্ব আলীনগরবাসী খুশি হয়। কারণ তাদের দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটবে। কিন্তু পশ্চিম আলীনগরবাসী এ সিদ্ধান্তে হতাশ হয়। কারণ তাদের প্রভাব কমে যাবে। তাই তারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। ফলে কর্তৃপক্ষ সিদ্ধান্তটি বাতিল করে।

    • (ক) ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় কখন?
      Please wait...
    • (খ) দ্বি-জাতিতত্ত্ব বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ-ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত ঘটনাটি তৎকালীন ব্রিটিশ-ভারতের রাজনৈতিক চেতনার এক নতুন দিক উন্মোচন করে।"-উক্তিটি বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৪)

    ক' রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আইন প্রণয়ন, পরিবর্তন, পরিবর্ধন ছাড়াও বিভিন্নভাবে অপর একটি অঙ্গের জবাবদিহিতা নিশ্চিত করে। বিভিন্ন সাংবিধানিক সংস্থার বার্ষিক রিপোর্ট নিয়ে বিতর্ক করে।

    • (ক) অধ্যাদেশ কে জারি করেন?
      Please wait...
    • (খ) অর্থবিল বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) উদ্দীপকে 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির গঠন ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে সাদৃশ্যপূর্ণ বাংলাদেশের অঙ্গটিও অপর একটি অঙ্গের জবাবাদিহিতা নিশ্চিত করে—বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৫)

    মিঃ রাজীব বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রতিষ্ঠানটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য বিভিন্নভাবে কাজ করে থাকে। মিঃ রাজীব মনে করেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।

    • (ক) BPSC-এর পূর্ণরূপ কী?
      Please wait...
    • (খ) উপজেলা পরিষদ কীভাবে গঠিত হয়?
      Please wait...
    • (গ) মিঃ রাজীব যে প্রতিষ্ঠানে কর্মরত তার গঠন ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকের প্রতিষ্ঠান সম্পর্কে মিঃ রাজীবের মন্তব্যটির সপক্ষে যুক্তি দেখাও
      Please wait...
  • (৬)

    আফ্রিকার একটি দেশের জনগণ দীর্ঘদিন ধরে শোষিত নির্যাতিত। এ শোষিত ও নির্যাতিত জনগণের পাশে দাঁড়ান। ম্যান্ডেলা নামে এক আফ্রিকান নেতা। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কতগুলো দাবি উত্থাপন করেন। সেই দাবিগুলো আদায়ের জন্য তার নেতৃত্বে জনগণ দুর্বার আন্দোলন করে গড়ে তোলে।

    • (ক) তিতুমীরের পূর্ণনাম কী?
      Please wait...
    • (খ) ফরায়েজী আন্দোলন বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত দাবিগুলো কোন বাঙালি নেতার দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) “ঐ দাবিগুলো ছিল বাঙালি জাতির মুক্তির সনদ”- উক্তিটি বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৭)

    ক' একটি কলেজের ছাত্রী। প্রতিদিন কলেজে আসা যাওয়ার পথে কিছু বখাটে ছেলে তাকে বিরক্ত করত। তাই সে বাধ্য হয়ে কলেজে যাওয়া বন্ধ করে দেয় ।

    • (ক) এইডস কী?
      Please wait...
    • (খ) দুর্নীতি বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত “ক” কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উক্ত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? তোমার মতামত দাও।
      Please wait...
  • (৮)

    'ক' একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ট মানুষের মাতৃভূমিকে বাদ দিয়ে অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তার প্রতিবাদে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তীব্র আন্দোলন গড়ে তোলে।

    • (ক) অপারেশন সার্চ লাইট কী?
      Please wait...
    • (খ) কী উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়?
      Please wait...
    • (গ) উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে কোন ঐতিহাসিক আন্দোলনের সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) জাতীয় জীবনে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৯)

    রক্তাক্ত সংগ্রামের পর 'ক' রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের এক বছরের মধ্যে তারা পৃথিবীর অন্যতম সেরা সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়। এ সংবিধানে উল্লেখ আছে যে, 'জনগণই সকল ক্ষমতার উৎস।

    • (ক) সংবিধান কী?
      Please wait...
    • (খ) সংসদীয় গণতন্ত্র বলতে কী বুঝ?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে কোন দেশের সংবিধানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে উল্লিখিত উক্তিটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ কর।
      Please wait...

Promotion