পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি || সিলেট বোর্ড || 2016

পৌরনীতি ও সুশাসন
  • (১)

    মামুনের ইউনিয়নটি অনেক বড়। জনসংখ্যাও অনেক বেশি। একজন চেয়ারম্যানের পক্ষে পুরো ইউনিয়ন নিয়ন্ত্রণ করা কঠিন। ইউনিয়নের অধিবাসীদর একটি অংশ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরে। ফলে প্রশাসনিক, রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন কারণ দেখিয়ে কর্তৃপক্ষ ইউনিয়নকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। এতে আর এক পক্ষ বিষয়টি বিরোধিতা করে। তবে এ বিভক্তি বেশিদিন স্থায়িত্ব পায়নি এবং একটি পক্ষ এক নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করে।

    • (ক) কত সালে সর্বভারতীয় নিখিল কংগ্রেস জন্মলাভ করে?
      Please wait...
    • (খ) জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে তুমি কী জান?
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ-ভারতের ঐতিহাসিক যে ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকের আলোকে পাঠ্যবইয়ের ঐতিহাসিক ঘটনাটির ফলাফল মূল্যায়ন কর।
      Please wait...
  • (২)

    সাদী সাহেব তার নাতনীকে একটি গণঅভ্যুত্থানের গল্প শুনাচ্ছিলেন। তিনিও এ আন্দোলনে যুক্ত ছিলেন। এ আন্দোলন ক্রমে প্রকট আকার ধারণ করলে শাসকগোষ্ঠী মিথ্যা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে সকল আসামীকে মুক্তিদান করেন।

    • (ক) কে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন?
      Please wait...
    • (খ) ছাত্রদের ১১ দফার গুরুত্বপূর্ণ দুটি দাবি উল্লেখ কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে যে মামলার ইঙ্গিত প্রদান করা হয়েছে তা বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার ফলাফল বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৩)

    সুমনের দাদু গল্প বলায় পটু। প্রতিদিনই সুমন তার দাদুর কাছ থেকে বিভিন্ন গল্প শোনে। দাদু বললেন “আজ আমি তোমাকে এমন একজন মহান নেতার গল্প বলব যার একান্ত প্রচেষ্টায় ব্রিটিশ-ভারতে মুসলমানদের জন্য -রাজনৈতিক সংগঠন তৈরি হয়। "

    • (ক) কখন মর্লি-মিন্টো সংস্কার আইন প্রণীত হয়?
      Please wait...
    • (খ) বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণটি বর্ণনা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত নতুন রাজনৈতিক সংগঠনটির উদ্দেশ্য ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে যে মহান নেতার ইঙ্গিত পাওয়া যায় শিক্ষাবিস্তারে তার অবদান মূল্যায়ন কর।
      Please wait...
  • (৪)

    মজিদ মোল্লা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র অধ্যয়নরত। বিভিন্ন দেশের সংবিধানের বিবর্তনের ইতিহাস পড়তে গিয়ে সে দেখল একটি দেশ অতি দ্রুততার সাথে একটি অনন্য প্রকৃতির সংবিধান রচনা করেছে। সংবিধানে নাগরিকদের আইনের দৃষ্টিতে সমতা, চলাফেরার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতা দেয়া হয়েছে।

    • (ক) বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয় কোন সালে?
      Please wait...
    • (খ) বাংলাদেশ সংবিধানের যেকোনো একটি রাষ্ট্রীয় মূলনীতি ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকে উল্লিখিত দেশটির সাথে কোন দেশের সংবিধান রচনার মিল পাওয়া যায়? বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকে দেশটির সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার ছাড়াও তোমার দেশের সংবিধানে আর যে সব মৌলিক অধিকার প্রদান করা হয়েছে তা বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৫)

    জনাব তায়েজুল হক জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার সিদ্ধান্তই মুখ্য। তারই দলের মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। জনাব তায়েজুল হক আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির শাস্তি মওকুফ করতে না পারলেও জনাব আরিফুল ইসলাম তা পারেন।

    • (ক) বাংলাদেশ সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
      Please wait...
    • (খ) কোরাম বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) জনাব আরিফুল ইসলামের সাথে বাংলাদেশের যে পদের ব্যক্তির মিল রয়েছে তার পদমর্যাদা বর্ণনা কর।
      Please wait...
    • (ঘ) জনাব তায়েজুল হকই বাংলাদেশের শাসনব্যবস্থার মধ্যমণি- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
      Please wait...
  • (৬)

    রফিক ও সুমন দুই বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রফিকের বাবা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি তাকে এ পদে অধিষ্ঠিত করেন। আর সুমনের বাবা একটি মহানগরীর মেয়র। তিনি জনগণের ভোটে এপদে নির্বাচিত হয়েছেন।

    • (ক) গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হতো?
      Please wait...
    • (খ) স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বুঝ?
      Please wait...
    • (গ) রফিকের বাবার কর্মরত প্রতিষ্ঠানের কার্যাবলি আলোচনা কর।
      Please wait...
    • (ঘ) “সুমনের বাবার কর্মরত প্রতিষ্ঠান জীবনযাত্রার মানোন্নয়নে বহুমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে।” তুমি কী এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
      Please wait...
  • (৭)

    জনাব মিন্টন বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি তার পেশাগত জীবনে সবসময় স্বজনপ্রীতি, উৎকোচ গ্রহণসহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত। অবৈধভাবে অর্থ উপার্জনের ফলে তিনি আজ বিত্তশালীদের প্রথম স্তরে। সম্প্রতি বাংলাদেশ সরকারের সরকারের এক সাংবিধানিক প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা করছে।

    • (ক) আইনের জটিল প্রশ্নে কে প্রজাতন্ত্রের পক্ষে মত প্রকাশ করেন?
      Please wait...
    • (খ) মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দুটি ক্ষমতা উল্লেখ কর।
      Please wait...
    • (গ) জনাব মিলটনের বিরুদ্ধে কোন সাংবিধানিক সংস্থা মামলা করে? তার গঠন কাঠামো ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) জনাব মিলটনের মতো সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য কী কী পদক্ষেপ নেয়া যায় বলে তুমি মনে কর?
      Please wait...
  • (৮)
    M সংস্থা

    N সংস্থা

    * সদস্য সংখ্যা-০৮১৯৪৫ সালে প্রতিষ্ঠিত
    ১৯৮৫ সালে প্রতিষ্ঠিতসদর দপ্তর নিউইয়র্ক
    সদর দপ্তর- কাঠমণ্ডুসদস্য বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ
    • (ক) OIC-এর পূর্ণরূপ কী?
      Please wait...
    • (খ) সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়”- উক্তিটি ব্যাখ্যা কর।
      Please wait...
    • (গ) উদ্দীপকের ‘M' কলামে প্রদত্ত সংস্থার উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
      Please wait...
    • (ঘ) উদ্দীপকের 'N' কলামে প্রদত্ত সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।
      Please wait...
  • (৯)

    সোহেল আরমান রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স পড়ছে। সে হুইল চেয়ারে বসে ক্লাস করে এবং পরীক্ষা দেয়। সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। জন্মগতভাবেই তার পায়ের আকৃতি ও গড়ন স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়ে থাকার জন্য উপযোগী নয়। অন্যদিকে তার এক বন্ধু এমন একটি মরণ ব্যাধিতে আক্রান্ত যার কোনো চিকিৎসা নেই।

    • (ক) AIDS-এর ভাইরাসের নাম কী?
      Please wait...
    • (খ) ইভটিজিং বলতে কী বোঝায়?
      Please wait...
    • (গ) সোহেল আরমান কোন সমস্যার শিকার? ব্যাখ্যা কর।
      Please wait...
    • (ঘ) সোহেল আরমানের বন্ধু যে মরণ ব্যাধিতে আক্রান্ত তা থেকে মুক্তি পেতে নাগরিক হিসেবে আমাদের করণীয় কী বলে তুমি মনে কর? তোমার যুক্তি উপস্থাপন কর।
      Please wait...

Promotion