Academy

Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

ঢাকা বোর্ড || 2016

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

সম্পত্তি অর্জন
মুনাফা অর্জন
মানব সেবা
গ্রাহক সন্তুষ্টি
প্রাকৃতিক
অর্থনৈতিক
সামাজিক
প্রযুক্তিগত
ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা
অসীম দায়
স্থায়িত্বের অনিশ্চয়তা
পৃথক সত্তার অভাব
পরিমেল নিয়মাবলি
কার্যারম্ভের অনুমতিপত্র
বিবরণীপত্র
স্মারকলিপি
কোম্পানি ব্যবসায়
রাষ্ট্রীয় ব্যবসায়
বৈদেশিক সংস্থার ব্যবসায়
আধাস্বায়ত্ত শাসিত ব্যবসায়
পণ্য চিহ্ন
পণ্য সত্তা
পণ্য পরিচিতি
পণ্য মোড়ক

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

জনাব কবির মুন্সিগঞ্জ থেকে আলু সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করেন। উক্ত আলু আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচলনা করেন।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

জনাব রাতুল তার চাকরির পাশাপাশি নিজ বাড়িতে পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। কিন্তু বেশি সময় দেয়া সম্ভব নয় বলে তিনি এ ব্যবসায়টি তার ছোট ভাই সদ্য ডিগ্রি পাস করা পিতুলের কাছে হস্তান্তর করেন। জনাব রাতুল তার চাকরিস্থলের পাশে নতুন করে একটি স্টেশনারি দোকান দেন। এতে তিনি সফল হন।

ঝুঁকি গ্রহণের মানসিকতা
নমনীয়তা
স্বাধীনচেতা মনোভাব
সৃজনশীলতা

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

ক, খ, গ তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। লাভ-লোকসান বণ্টন নিয়ে পূর্বের কোনো সমঝোতা না থাকায় ক বন্ধুটি অধিক মুনাফা দাবি করে। অন্যদিকে করিম নামের একজন দেনাদার ৫০,০০০ টাকা দেনা পরিশোধ করছে না। ফলে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

একমালিকানা
অংশীদারি
যৌথ মূলধনী
রাষ্ট্রীয়

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

সাকিব, রকিব ও তাদের আরও ৩ বন্ধু মিলে কৃত্রিম ব্যক্তিসত্তাবিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। সম্প্রতি বাজরে শেয়ার বিক্রয়ের জন্য তারা প্রতিষ্ঠানটির গঠনগত কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রাইভেট লিমিটেড
পাবলিক লিমিটেড
হোল্ডিং
সাবসিডিয়ারি

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :

কুয়াকাটা জেলে পল্লিতে জেলেরা স্থানীয় মহাজনদের অত্যাচারের শিকার। তারা সবাই একত্রিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করল। সমিতির মাধ্যমে তারা নানান সুবিধা পাচ্ছে বলে সবাই আনন্দিত।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

সরকার শহরবাসীদের নিরাপদ পানি সরবরাহের জন্য একটি প্রতিষ্ঠান গঠন করেন। প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হবে এবং এর মুনাফা কীভাবে বষ্টন করা হবে তার জন্য জাতীয় সংসদে একটি আইন পাস করা হয়।

সমবায়
রাষ্ট্রীয়
প্রাইভেট লি.
পাবলিক লি.
সরকার ভোগ করে
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ভোগ করে
জাতীয় কোষাগারে জমা হবে
প্রধানমন্ত্রীর তহবিলে জমা হবে

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

জনাব খানের লেখা বইয়ের একটি অধ্যায় অন্য একটি গাইড বইতে হুবহু তুলে দেয়া হয়েছে। জনাব খানের এমন পদক্ষেপ গ্রহণ করা আছে যার সাহায্যে গাইড বইটির লেখককে তিনি শাস্তির ব্যবস্থা করতে পারেন। তবে তিনি এক্ষেত্রে দেওয়ানি আদালতের সাহায্য নিবেন বলে জানালেন ।

দুই বছর কারাদণ্ড
৬ মাস কারাদণ্ড
২ লাখ টাকা অর্থদণ্ড
বইটিতে নিষেধাজ্ঞা জারি

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

আলফা ব্যাংক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। তাদের এ পদক্ষেপ দেশের ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও ব্যাংকটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যৌতুক, সামাজিক কুপ্রথা ও মাদকাসক্তির বিরুদ্ধে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন।

ব্যবসায় নৈতিকতা
ব্যবসায় মূল্যবোধ
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন
প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন

Promotion