বকুল ও দোলন দুই বান্ধবী। একদিন ছুটির দিনে তারা সোনারগাঁ লোকশিল্প ! জাদুঘর পরিদর্শনে যায়। তারা সেখানে বাংলাদেশের হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন দ্রব্যাদি দেখতে পায়। বকুল বলে, “এই জিনিসগুলোই বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের পরিচয় বহনকারী। আমরা যতই আধুনিক শিল্পজাত দ্রব্য ব্যবহার করি না কেন, এ সকল হস্ত ও কুটির শিল্পজাত দ্রব্যের মহিমাই আলাদা। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার স্বকীয়তা।”