মি. হাসিব এবং মি. নাসির দুইজন কন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে, তারা আর্থিক বাজারে বিনিয়োগ করবেন। মি. হাসিব তার মোট মূলধন দিয়ে বাণিজ্যিক কাগজ এবং ট্রেজারি বিল ব্রুয় করলেন। অন্যদিকে, মি. নাসির তার মোট মূলধন দিয়ে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং বন্ড ক্রয় করলেন।