তথ্য-১ঃ মামুনের দেশের সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং তার কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন। ঐদেশে নির্দিষ্ট সময় পর পর নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়।
তথ্য -২ঃ 'ক' দেশের রাষ্ট্র পরিচালনা ও আঞ্চলিক সমস্যার সমাধানে সরকারপ্রধানকে খুব বেশি চিন্তা করতে হয় না। কারণ আঞ্চলিক সরকারগুলো নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করে থাকেন। এরূপ সরকারব্যবস্থায় স্থানীয় নেতৃত্ব বিকশিত হয়। অপরপক্ষে, 'খ' দেশের সরকার রাষ্ট্র পরিচালনা ছাড়াও আঞ্চলিক ও জাতীয় সমস্যার সমাধানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করে থাকেন।