সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনি
কোরানে-পূরাণে, শিল্পে, পালা-পার্বণে ঢাকে-ঢোলে,
আউল-বাউল নাচে; পুণ্যাহের সানাই রঞ্জিত
রোদ্দুরে আকাশতলে দেখ কারা হাটে যায়, মাঝি
পাল তোলে, তাঁতি বোনে, খড় ছাওয়া ঘরের আগুনে
মাঠে ঘাটে-শ্রমসঙ্গী নানা জাতি ধর্মের বসতি
চিরদিন বাংলাদেশ —