গ্রে কাপড় ইন্সপেকশন

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

তাঁত থেকে কাপড় নামানোর পর ইন্সপেকশন টেবিলে কাপড়ের এক প্রান্ত উঠানো হয় এবং একজন অভিজ্ঞ প্রযুক্তিবিদ কাপড়ের প্রতিটি অংশ ইন্সপেকশন টেবিলের উপর খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে পরীক্ষা ও ত্রুটিসমূহ শনাক্ত করে নোট করেন।

তাঁত থেকে কাপড় নামনোর পর কাপড়টি ইন্সপেকশনের জন্য সেকশনে আনা হয়। অতঃপর উক্ত কাপড়ের এক প্রান্ত ইন্সপেকশন টেবিলের উপরে উঠানো হয়। ত্রুটি শনাক্তকরণের সুবিধার্থে ইন্সপেকশন টেবিলের নিচ থেকে আলো ফেলা হয়। টেবিলের একটি অংশ কাচের তৈরি বলে নিচের আলো কাপড়ের উপর পড়ে কাপড়ের ত্রুটি শনাক্তকরণ সহজ করে দেয়। বিজ্ঞ টেকনিশিয়ান ত্রুটি শনাক্তকরণের পর যদি সম্ভব হয়। উক্ত ত্রুটি তৎক্ষণাৎ মেরামত করেন এবং ইঞ্চি ইঞ্চি করে টেবিলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কাপড় নিয়ে নেন। ইন্সপেকশন টেবিল বিশেষভাবে তৈরি এক প্রান্ত নিচু ও অপর প্রান্ত উঁচু থাকে। ফলে টেকনিশিয়ান সহজেই টেবিলের ঢালু প্রান্তে কাপড় টেনে এনে অথবা যান্ত্রিক উপায়ে কাপড় আস্তে আস্তে টেবিলের অন্য প্রান্তে চলে যায়। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ কাপড়কে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং শনাক্তকরণ ত্রুটিসমূহ রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়।

ত্রুটির উপর ভিত্তি করে কাপড় 
গ্রেডিং সাধারণত ইন্সপেকশন কাপড় ইন্সপেকশন করার পর পূর্বের অধ্যায়ে বর্ণিত ত্রুটিসমূহ শনাক্ত করা হয়। এর মধ্যে কিছু কিছু ত্রুটি সঙ্গে সঙ্গে মেরামত করা হয়। মেরামত করার পর কাপড়ের ত্রুটিসমূহ অনেক কমে যায়। কাজেই উক্ত কাপড় পরবর্তী কাজে ব্যবহারের উপযোগী হয়। সাধারণত মিল লাভজনক করার জন্য তাঁতে তৈরিকৃত কাপড় যাতে বাতিল না হয় তার জন্য কর্তৃপক্ষ যথেষ্ট সতর্ক থাকেন। এরই ফলে ম্যানুফ্যাকচারগণ তৈরিকৃত কাপড়কে গ্রেডিং করা থেকে বিরত থাকেন। তবে ত্রুটির উপর ভিত্তি করে কাপড়কে ২টি গ্রেডে ভাগ করা হয়। যথা-
১. গ্রেড-এ 
২. গ্রেড-বি

১. গ্রেড-এ 
যে সমস্ত কাপড় ত্রুটিমুক্ত থাকে বা খুবই সামান্য ত্রুটিযুক্ত থাকে যা পূর্বে মেরামত করা হয়েছে ঐ সমস্ত কাপড়কে গ্রেড এ এর অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেড এ কাপড় রপ্তানির উপযোগী। যা পরবর্তীতে রপ্তানিমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পোশাক তৈরির জন্য পাঠানো হয়।

২. গ্রেড-বি 
যে সমস্ত কাপড় ত্রুটিযুক্ত অর্থাৎ শনাক্তকারীর ত্রুটি মেরামত করা সম্ভব হয় না উক্ত কাপড়কে বাতিল বা গ্রেড বি এর অন্তর্ভুক্ত করা হয়েছে। কাপড়কে ত্রুটিযুক্ত অংশে কখনও কখনও কেটে ফেলা হয়। ফলে কাপড় ত্রুটিমুক্ত হয় তবে এ ক্ষেত্রে কাপড়ের ছোট ছোট টুকরা অর্থাৎ কাটপিছ হিসেবে বাজারজাত করা সম্ভব হয়। নতুবা ব্যবহারের অনুপযোগী কাপড়কে বাতিল করা হয়। তবে বাতিলযোগ্য কাপড় ইন্ডাস্ট্রিতে উৎপাদন হয় না বললেই চলে।

Content added By
Promotion