স্তন্যপায়ী প্রাণী

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | NCTB BOOK

স্তন্যপায়ী প্রাণী (Mammalia)

স্তন্যপায়ী প্রাণীর দেহ লোম দ্বারা আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। যেমন- তিমি (Whale), বাদুড় (Bat), শুশুক (Dolphin), গরু, হাতী, মানুষ, কুকুর, বানর, গরিলা, শিম্পাঞ্জী, ঘোড়া, জিরাফ, ইঁদুর প্রভৃতি স্তন্যপায়ী প্রাণী।

• প্লাটিপাস স্তন্যপায়ী জীব হলেও ডিম দেয়।

• সবচেয়ে বড় প্রাণী নীলতিমি।

• সবচেয়ে বড় স্থলজ প্রাণী আফ্রিকান হাতি।

• পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ। এর উচ্চতা প্রায় ১৮ ফুট পর্যন্ত হতে পারে। জিরাফ যে শব্দ উৎপন্ন করে তার কম্পাঙ্ক ২০ হার্জের নিচে। ফলে তা মানুষ শ্রুতিগোচর হয় না। এদের ‘আফ্রিকার বোবা প্রাণী’ বলা হয়।

• ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়।

• ক্যাঙ্গারু র‌্যাট এক ধরণের ইঁদুর। এরা জীবনেও একবারও পানি পান করে না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম মরু অঞ্চলে এদের দেখা যায়।

• বানরের দুটি পা ও দুটি হাত আছে।

• পূর্ণ বয়স্ক কুকুরের মুখের দাঁতের সংখ্য ৪২।

• গরুর গড় আয়ু ১৮-২২ বছর।

• শুশুক, তিমি প্রভৃতি মাছ নয়। মাছের মতো এদের ফুলকা থাকে না। এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। জলজ জীব হলেও এরা বাতাসে নিঃশ্বাস নেয়।

 

Content added By
Promotion