ইউরো (মুদ্রা প্রতীক: €, ব্যাংক কোড: EUR) হলো ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা, যা বর্তমানে ইউরোপের ২০টি দেশে ব্যবহৃত হয়। ১৯৯৯ সালে প্রথম ইউরো চালু হয় এবং পর্যায়ক্রমে বিভিন্ন দেশ এটি গ্রহণ করে। ইউরো ১ ইউরো = ১০০ সেন্টে বিভক্ত এবং এতে কাগুজে নোট ও ধাতব মুদ্রা উভয়ই রয়েছে। ইউরো নোটগুলো সব দেশে একই নকশার হলেও ধাতব মুদ্রার পেছনের দিক দেশভেদে ভিন্ন, যা সংশ্লিষ্ট দেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে। ইউরো আজ বিশ্বের অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মুদ্রা হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।
Content added By
Content updated By
# বহুনির্বাচনী প্রশ্ন
১৯৭৯ সালের ১ জানুয়ারি
২০০০ সালের ১ মার্চ
২০০১ সালের ১ জানুয়ারি
১৯৯৯ সালের ১ নভেম্বর
২০১৪ সালে
২০০০ সালে
১৯৯৯ সালে
১৯৯৫ সালে
ক্রোয়েশিয়া
চেক প্রজাতন্ত্র
ডেনমার্ক
বুলগেরিয়া
Manoranjan Dhar
M. Mansur Ali
Yousuf Ali
M A G Osmani
28
22
19
15