Present Tense মূলত চার প্রকার।
1) Present Indefinite Tense/Present simple
2) Present Continuous/Present progress
3) Present Perfect
4) Present Perfect Continuous
বর্তমান কালে অনির্দিষ্টভাবে যেসব কাজ সাধারণত হয় বা হয়ে থাকে; অভ্যাসগতভাবে হয় এবং প্রাকৃতিক নিয়মানুসারে অর্থাৎ চিরন্তন সত্য হিসেবে হয়, সেসব কাজকে Present Indefinite Tense দ্বারা প্রকাশ করা হয়। লক্ষণীয় যে, বলার সময় এসব কাজ ঘটে না অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়ের সাথে এরা সম্পৃক্ত নয়। তাই কেউ কেউ এ Tense-কে Timeless Tense-ও বলে থাকেন।
Structure: Subject + verb + ext.
Rabindranath's stories often have surprise endings.
Hints: বাক্যের মধ্যে often থাকলে বাক্যটি Present Indefinite Tense-এর হয়। বাক্যের Subject 'stories' plural হওয়ায় verb has না হয়ে have হবে।
বর্তমানে কোনো কাজ চলছে, এখনও শেষ হয়নি- এরূপ বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়। সাধারণত বলার সময় কাজটি ঘটতে থাকে অথবা বলার সময় না ঘটলেও কাজটি চলমান, এখনও শেষ হয়নি এমন বোঝায়।
Structure: Subject + am/is/are +v1 + ing + ext.
যেমন—
The baby is crying because it is hungry now.
Hints: শিশুটি এখন অর্থাৎ বর্তমানে ক্ষুধার্ত এবং বক্তা কথাটি বলার সময়ই শিশুটি কাঁদছে। তেমনিভাবে—
Don't make the noise while your father is sleeping.
অতীতে সংঘটিত কোনো কাজের বর্তমান। প্রাসঙ্গিকতাই হচ্ছে Present Perfect Tense এ Tense দুই অর্থে ব্যবহৃত হয় :
1) কাজ অতীতে বা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রাসঙ্গিকতা এখনও বিদ্যমান-
Just now he has had his dinner but he says he'll see you when he's finished.
Hints: এখানে hate অর্থ "খাওয়া"। যেমন- আমি সকালের নাস্তা খেয়েছি। have had breakfast. এখানে have-টি Auxiliary Verb আর had -টি মূল verb have-এর past participle, সুতরাং সে এইমাত্র খাবার খেয়েছে- Just now he has had his dinner.
(2) কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এরূপ বোঝাতে –
I have been here since Monday.
Hints: বাক্যটির অর্থ আমি সোমবার থেকে এখানে আছি অর্থাৎ গত সোমবার থেকে এখানে আমার অবস্থান শুরু হয়েছে এবং এখনও চলছে।
>>>Present Perfect Tense - সুস্পষ্ট অতীতজ্ঞাপক শব্দ, যেমন Yesterday, ago, last ইত্যাদির উল্লেখ থাকতে পারবে না, যদি থাকে তাহলে বাক্যটিকে Past Indefinite করতে হবে। যেমন—
I received your letter yesterday.
কোনো কাজ
(i) অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়।
যেমন—
It has been raining for three days.
(ii) কোনো কাজ অতীতে শুরু হয়ে চলে আসছিল তবে সম্প্রতি বা এইমাত্র শেষ হয়েছে এরূপ বোঝাতেও Present Perfect Continuous ব্যবহৃত হয়।
যেমন—You look tired. Have you been working very hard? তেমনিভাবে—
Jashim looks sick. He has been suffering from fever for the last 3 days.
Read more