টেলিভিশনে লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল । মিথিলা বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখছিল । কিন্তু, তার ছোট ভাই মিঠুন কেবলই চ্যানেল পরিবর্তন করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। মিঠুনের মতে ঐসব গানের শ্রোতা হচ্ছে গ্রামের লোক । তার বোনের এসব গানপ্রীতি বেমানান লাগে ।
উক্ত চেতনায় অনুপ্রাণিত হয়ে মিথিলা হতে পারে –
i. দেশপ্রেমিক
ii. জাতীয়তাবাদী
iii. প্রতিবাদী
নিচের কোনটি সঠিক?