Academy

পরশু শব্দের অর্থ কী ?

Created: 1 year ago | Updated: 1 year ago
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 1

শূন্যস্থান পূরণ কর :

১। ঈশ্বরের কোনো ___ নেই ৷

২। ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী প্রভৃতি দেব-দেবী একই ___ বিভিন্ন রূপ।

৩। ব্ৰহ্মা ___ করেন।'

81 ___ পালনকর্তা।

৫। বামন ___ অবতারের অন্যতম ।

৬। পরশু হাতে থাকায় ভৃগুরামের নাম হলো ___।

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। ঈশ্বরের সাকার রূপ

২। দেব-দেবীদের সন্তুষ্ট করার জন্য

৩। অবতাররূপে ঈশ্বর 

৪। যিনি ব্রহ্ম, তিনিই

৫। উপাসনা করলে দেব-দেবী

দুষ্টের দমন করেন।

দেব-দেবী।

সন্তুষ্ট হন।

পূজা করা হয়।

ইন্দ্ৰ 

ঈশ্বর।

 

নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। ব্রহ্ম কাকে বলে ? 

২। ঈশ্বর যখন কোনো রূপ ধারণ করেন তখন তাঁকে কী বলে? 

৩। ব্রহ্মা কিসের দেবতা? 

৪। অবতাররূপে পৃথিবীতে আসার পর ঈশ্বরের প্রধান কাজ কী? 

৫। রাম কেন বনে গমন করেছিলেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। ব্রহ্ম ও ঈশ্বর বলতে কী বোঝানো হয়েছে? 

২। ঈশ্বর ও দেব-দেবীর সম্পর্ক ব্যাখ্যা কর। 

৩। অবতার বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ ৷ 

৪। পরশুরাম অবতারের সংক্ষিপ্ত পরিচয় দাও । 

৫। শ্রীমদ্ভগবদ্‌গীতার অবতার সম্পর্কিত শ্লোকটি সরলার্থসহ লেখ।

Content added By

Related Question

View More
VOTE STATISTICS
OPTION 1 : 1
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0