Academy

পার্থকে কে উপদেশ দিয়েছিলেন ?

Created: 1 year ago | Updated: 1 year ago
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0

শূন্যস্থান পূরণ কর :

১। সকল মানুষের মধ্যে রয়েছে ___।

২। মুসলমান ধর্মাবলম্বীরা উপাসনালয়কে বলেন ___।

৩। ধর্মীয় সাম্য আমাদের ___ করে। 

৪। মানুষে-মানুষে কোনো ___ করা উচিত নয়। 

৫। ‘সবার উপরে ___ সত্য, তাহার উপরে নাই।’

 

ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :

১। ধর্মে-ধর্মে একটি পার্থক্য রয়েছে

২। খ্রিষ্টানেরা ঈশ্বরকে বলেন

৩। ঈশ্বর এক এবং

৪। ধর্মে ধর্মে মত ও পথের বিভিন্নতা থাকলেও

৫। সকল মানুষের প্রতি

গড। 

অদ্বিতীয় । 

উপাসনা পদ্ধতিতে। 

ভালোবাসা প্রদর্শন করব। 

দল বেঁধে চলব। 

ঈশ্বর কিন্তু এক।

 

নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

১। পৃথিবীতে প্রচলিত চারটি প্রধান ধর্মের নাম কী ? 

২। যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি কথাটি কে একং কাকে বলেছিলেন ? 

৩। ধর্মীয় সাম্য রক্ষা করে চললে কী প্রতিষ্ঠিত হবে? 

৪। মানুষ মানুষকে কিসের দৃষ্টিতে দেখবে? 

৫। বিভিন্ন ধর্মের লোকেরা ঈশ্বরকে কী কী নামে ডাকে?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১। সকল ধর্মের মূল কথা কী ? 

২। ‘যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। মম বর্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সৰ্বশঃ ৷৷’ ব্যাখ্যা কর। 

৩। আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে কেমন আচরণ করব? 

৪। ধর্মীয় সাম্য রক্ষার প্রয়োজনীয়তা কী? 

৫। ‘সাধনার পথ বহু, কিন্তু ঈশ্বর এক।'— - কথাটি বুঝিয়ে লেখ।

Content added By

Related Question

View More
VOTE STATISTICS
OPTION 1 : 1
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0