Academy

ধার্মিক উপাসক কোথাকার ছিলেন?

Created: 1 year ago | Updated: 1 year ago
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0

শূন্যস্থান পূরণ কর :

১. কর্মের গতি ___ ও বহুমুখী ।

২. তাই খারাপ কাজকে ___ কর্ম বলা হয় ৷

৩. ধার্মিক ব্যক্তিদের জন্য ___ দ্বার খোলা থাকে।

৪. কর্ম ও কর্মফল জীবন ___ অবস্থামাত্র।

৫. তখন বুদ্ধ স্থবিরকে এ প্রেতের ___ বৃত্তান্ত বললেন।

৬. সৎ ও ___ ব্যক্তির দৃষ্টান্ত অনুসরণ করবে।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. প্ৰাণীগণ নিজ নিজ

২. খারাপ কাজ করলে

৩. নিজের সুকর্মের জন্য

৪. মূর্খ ব্যক্তি যখন পাপকর্ম করে,

৫. মানুষের মাঝে স্বর্গ-নরক

৬. উপাসক বৃদ্ধ বয়সে

১. নিজেই সুখ ভোগ করে ৷

২. মানুষেতে সুরাসুর।

৩. মৃত্যুশয্যায় শায়িত হলেন ।

৪. সবাই নিন্দা করে।

৫. কর্মের অধীন।

৬. তখন তা বুঝতে পারে না।

৭. দেবলোকে নিয়ে যেতে এসেছেন।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. কর্মবাদ কাকে বলে ? 

২. কুশল কর্ম বলতে কী বোঝ ? 

৩. খারাপ কাজকে কী বলা হয় ? 

৪. ধার্মিক উপাসক কখন উপোসথ পালন করতেন? 

৫. মৌদ্‌গল্যায়ন স্থবিরের বাসস্থানের পাশে কে বাস করত? 

৬. কে দস্যুবৃত্তি করে জীবিকা নির্বাহ করত?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. সুকর্ম ও দুষ্কর্মের মধ্যে পার্থক্য নির্ণয় কর। 

২. ‘বৌদ্ধ কর্মবাদ’ সম্পর্কে একটি নাতিদীর্ঘ রচনা লেখ । 

৩. কুশল কর্ম ও অকুশল কর্মের ফলাফল বর্ণনা কর । 

৪. সুকর্ম ও কুকর্মের পদ্যাংশটি উদ্ধৃত কর। 

৫. ধার্মিক উপাসকের কাহিনী সংক্ষেপে বর্ণনা কর । 

৬. অজগর প্রেতের পূর্বজন্ম বৃত্তান্ত আলোচনা কর।

Content added By

Related Question

View More
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 1
OPTION 3 : 0
OPTION 4 : 0