Academy

বৌদ্ধ ঐতিহাসিক স্থান দর্শন করার উদ্দেশ্য কী ?

Created: 1 year ago | Updated: 1 year ago
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0

শূন্যস্থান পূরণ কর :

১. জাতির ইতিহাস ঐতিহ্যের পরিচয় বহন করে ___ ।

২. ঐতিহাসিক স্থান ইতিহাসের এক পরম ___ ।

৩. ধর্ম ও ঐতিহ্যের প্রতি ___ সৃষ্টি হয় ।

৪. শ্রাবস্তীর বর্তমান নাম ___।

৫. জীবক ___ বছর আয়ুর্বেদশাস্ত্র শিক্ষা করেন ৷

৬. সম্রাট অশোক ___ নির্মাণ করেছিলেন ।

৭. রামকোটে প্রতিবছর ___ মেলা বসে।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. ঐতিহ্য ও সংস্কৃতি হলো

২. বুদ্ধের সময়ে বৈশালী

৩. বৌদ্ধ ইতিহাসে শ্রেষ্ঠী সুদত্ত

৪. একসময় পুণ্ড্রবর্ধন

৫. পাল বংশের রাজারা

৬. সোমপুর মহাবিহারে

১. বৌদ্ধ ছিলেন।

২. উত্তরবঙ্গের শাসনকেন্দ্র ছিল।

৩. একটি জাতির মূল শেকড়।

৪. ১৭৭টি কক্ষ ছিল।

৫. সমৃদ্ধ নগরী ছিল।

৬. অনাথপিণ্ডিক নামে পরিচিত ছিলেন।

৭. গান্ধার রাজ্যের রাজধানী ছিল।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. পাঁচটি প্রসিদ্ধ বৌদ্ধ ঐতিহাসিক স্থানের নাম লেখ। 

২. তক্ষশিলায় কারা বিদ্যাশিক্ষা লাভ করেছিলেন উল্লেখ কর। 

৩. শ্রাবস্তীর জেতবন বিহারের সংক্ষিপ্ত পরিচয় দাও । 

৪. মহাস্থানগড়ের প্রাচীন নাম কী? স্থানটি কেমন ছিল? 

৫. সোমপুর বিহারে কোন কোন পণ্ডিত অবস্থান করেছিলেন? 

৬. ভাসু বিহারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

৭. রামুর প্রাচীন নাম কী ছিল?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. বৌদ্ধ ঐতিহ্য কী? ঐতিহাসিক স্থানগুলো কেন দর্শন করবে? 

২. ঐতিহাসিক স্থানের গুরুত্ব আলোচনা কর। 

৩. তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের বিবরণ দাও। 

৪. বৌদ্ধ ঐতিহাসিক স্থান হিসেবে বৈশালীর বর্ণনা দাও। 

৫. সোমপুর মহাবিহারের সংক্ষিপ্ত বিবরণ দাও । 

৬. মহাস্থানগড়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

৭. ঐতিহাসিক স্থান হিসেবে রামকোট বিহারের বর্ণনা দাও ।

Content added By

Related Question

View More
VOTE STATISTICS
OPTION 1 : 0
OPTION 2 : 1
OPTION 3 : 0
OPTION 4 : 0