আমবৌলা গ্রামের সালমা বেগম ঘরের আঙিনায় চারটি ফজলি আমের চারা রোপণ করেন। প্রতিবেশী মানিক মিয়ার শিশুপুত্র সেগুলো কেটে ফেলে। মন খারাপ না করে সালমা বেগম পুনরায় চারটি রূপালি আমের চারা রোপণ করেন। কসমেটিকস সামগ্রী বিক্রেতা তার স্বামী জনাব মাসুদের নিকট ঈদের সময় হরিণাহাটি গ্রামের শেফালী বেগম 'মমতাজ মেহেদী' কিনতে আসলে সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তিনি তাকে ফিরিয়ে দেন।
জনাব মাসুদ তার কর্মকাণ্ড দ্বারা বিচার দিবসে-
i সর্বাধিক কল্যাণ লাভ করবেন
ii. সর্বোত্তম মানুষ বিবেচিত হবেন
iii. শহিদগণের সঙ্গি হবেন
নিচের কোনটি সঠিক?