বীর মুক্তিযোদ্ধা এম এ গণি মুক্তিযুদ্ধের দিনগুলির বর্ণনায় বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস এমন একটা সময় গেছে যে, কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। পাক হানাদার বাহিনীর সদস্যরা চারদিকে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ব্রাশ ফায়ার করে প্রতিদিন অগণিত মানুষ হত্যা করেছে। তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে আমরা নাওয়া খাওয়া ভুলে গিয়ে লড়াই করেছিলাম।
একাত্তরের দিনগুলি' রচনার কোন মনোভাব উদ্দীপকের মুক্তিযোদ্ধার কাজে প্রকাশ পেয়েছে?