নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও : হালিমা লিমিটেড ১২% সুদে রূপসা ব্যাংক লিমিটেড থেকে ৫,০০,০০,০০০ টাকা ঋণ নিল। ২০১৫ সালে কোম্পানি ১০,০০,০০০ টাকা মুনাফা করল। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সমুদয় মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার অনুপাতে বণ্টন করল। কিন্তু ২০১৬ সালে কাঁচামাল কিনতে গিয়ে কোম্পানি দেখল পর্যাপ্ত নগদ অর্থ নেই ।
হালিমা লিমিটেড অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায়। কাঁচামাল ক্রয়ে সমস্যা দেখা দেয়?