জলবসন্ত রোগে আক্রান্ত ছোট ছেলের চিকিৎসার জন্য সুমনবাবু মনোহারী বৈদ্যের কাছ থেকে পানিপড়া ও নিমপাতা নিয়ে আসেন। কলেজ পড়ুয়া বড় ছেলে রাজীব ছোট ভাইকে হাসপাতালে নিতে চাইলে পিতার একগুঁয়েমির কাছে সে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
উক্ত চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে—