দুদিন ধরে পরিবারের সবাইকে নিয়ে অভুক্ত থাকায় বাধ্য হয়েই এলাকার একমাত্র ভূস্বামী চৌধুরী সাহেবের জমিতে কর্মরত শ্রমিকদের জন্য। পাঠানো খাবার পথিমধ্যে ছিনিয়ে নিয়েছিল দিনমজুর মফিজ। ছিনতাইয়ের অপরাধে মফিজকে চৌধুরী সাহেব কঠিন শাস্তি দেয়ার ঘোষণা দিলে সমবেত সকলের উদ্দেশ্যে মফিজ প্রশ্ন ছুড়ে দেয়, আমার ঘরে খাবার নাই কেন ?
উদ্দীপক ও বিড়াল' প্রবন্ধে যুগপৎ প্রতিফলিত হয়েছে-
i. সম্পদের অসম বণ্টন
ii. ধনীর নিষ্ঠুরতা
iii. খাদ্যের অপ্রতুলতা