জনাব কাশেম ও জনাব হাশেম দুজনই শুধুমাত্র অর্থ আয়ের জন্য দুটি ফসল উৎপাদন করেন। জনাব কাশেমের ফসলটির জন্য দেশে ব্যাপক অনুকূল মাটি থাকা সত্ত্বেও প্রয়োজনের তুলনায় কম উৎপাদন হয়। কিন্তু জানান হাশেমের ফসলটির জন্য দেশে উপযুক্ত মাটি খুবই কম তা সত্ত্বেও দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হয়।
জনাব হাশেমের ফসলটি-
i. কেবলমাত্র শীতকালে চাষাবাদ হয়
ii. দেশের উত্তর-পূর্বাঞ্চলে মূলত উৎপাদিত হয়
iii. প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভোগ করা যায়
নিচের কোনটি সঠিক?