জাহিদ দেহটাকে প্রায় পানির সমান্তরাল রেখে সাঁতার কাটতে পছন্দ করে। এ ধরনের সাঁতারের জন্য সে তার পিছনের অংশ পানির সমান্তরাল থেকে ১০ ডিগ্রির মত পানির নিচের দিকে রাখে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
উক্ত সাঁতারে জাহিদের হাতের কাজ—
i. দুই হাত পানির নিচে একসঙ্গে নিতে হয়
ii. সোজা অবস্থায় থাকে
iii. হাতের তালু একটু নিচে ও বাইরের দিকে নিতে হবে
নিচের কোনটি সঠিক?