সজল ও বাবুল দুই ভাই । ছোট ভাই সজল একা একা খেলতে পছন্দ করে। চোখে চোখে তাকায় না। বাবা-মা ও অন্য শিশুর সাথে ঠিকভাবে কথা বলতে সমস্যা হয়। দিন দিন তার আচরণে অনগ্রসরতা দেখা যায় ।
সজলের মা-বাবার এ অবস্থায় যথোপযুক্ত ব্যবস্থা হলো -
i. অন্যের সাথে সজলের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা
ii. তার প্রতিভার সন্ধান করা
iii. তাকে বিশেষ স্কুলে ভর্তি করে দেওয়া
নিচের কোনটি সঠিক?