SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Academy

উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও

জনাব 'ক' এর স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দিলে তিনি খুশি হয়ে দুইটি ছাগল জবেহ করে ফকির মিসকিনদের খাওয়ালেন। কিন্তু তার বন্ধু জনাব 'খ' এর স্ত্রী একটি কন্যা প্রসব করলে তিনি অসন্তুষ্ট হন এবং তাকে অবহেলা করেন।

জনাব 'খ' এর কাজের ফলে-  

i. জাহিলি যুগের আচরণ ফুটে উঠেছে

ii. সামাজিক মর্যাদা রক্ষা হবে

iii. আখিরাতে শাস্তি পাবে

 

নিচের কোনটি সঠিক? 

Created: 8 months ago | Updated: 8 months ago

আল্লাহ তায়ালার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তাঁর আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামি পরিভাষায় ইবাদত বলে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মৌলিক পাঁচটি বিষয় যথা : কালিমা, নামায, রোযা, যাকাত ও হজ যথাযথ পালনের নাম ইবাদত । আবার মানব- জীবনের প্রতিটি কাজ ইসলামি বিধি-বিধান অনুযায়ী সম্পন্ন করাও ইবাদতের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল সৃষ্টবস্তু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে । আর মানুষ ও জিন জাতিকে শুধু আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে।

এ অধ্যায় শেষে আমরা-
■যাকাতের ধারণা, যাকাত ফরজ হওয়ার শর্ত ও যাকাতের মাসারিফ বর্ণনা করতে পারব।
■যাকাতের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব এবং তাৎপর্য বিশ্লেষণ করতে পারব।
■হজের ধারণা, পটভূমি, তাৎপর্য, ফজিলত, ফরজ, ওয়াজিব, সুন্নাতসমূহ ও নিয়মাবলি বর্ণনা করতে পারব।
■হজ পালনের ত্রুটি এবং তা সংশোধনের উপায় বর্ণনা করতে পারব।
■সাম্য ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা ব্যাখ্যা করতে পারব।
■কুরবানির ধারণা, পটভূমি ও নিয়মাবলি বর্ণনা করতে পারব।
■বাস্তব জীবনে ত্যাগ ও উদারতা অর্জনে কুরবানির গুরুত্ব বিশ্লেষণ করতে পারব । আকিকার ধারণা ও আদায়ের নিয়ম বর্ণনা করতে পারব।

Content added || updated By