জনাব 'ক' প্রায় একমাস পর রাশিয়া থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে দেশে ফিরেন। শারীরিক দুর্বলতার জন্য ডাক্তারের পরামর্শে তিনি রক্ত পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা যায় তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন । সমাজে বিষয়টি জানাজানি হলে, তার প্রতিবেশী জনাব ‘খ' তাকে ও তার পরিবারকে অবজ্ঞার চোখে দেখে এবং অপছন্দ করে।
জনাব ‘খ' এর কাজটি কিসের শামিল?
মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক (7) আরবি শব্দ ‘খুলুকুন” ( 2 ) এর বহুবচন। যার অর্থ চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত।
এ অধ্যায় শেষে আমরা-
■ সদাচরণের ধারণা, ধৈর্য, ভ্রাতৃত্ব, নারীর মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম ও পরমতসহিষ্ণুতার গুরুত্ব ও তাৎপর্য ইসলামের দৃষ্টিতে বর্ণনা করতে পারব।
■ অসদাচরণের ধারণা, অহংকার, অশ্লীলতা, পরশ্রীকাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্তি, ঘুষ, সন্ত্রাস এগুলো পরিহারের গুরুত্ব ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারব।
■ এইচআইভি-এর ধারণা ও ইসলামের দৃষ্টিতে এইচআইভি এবং এইডস প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারব।