অনেক দিন বিদেশে থেকে অসুস্থ হয়ে দেশে ফিরেছে সোহান। সে প্রায়ই জ্বরে আক্রান্ত হয়। তার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। জানা যায় বিদেশে সে অনৈতিক জীবনযাপন করত। এ অবস্থায় সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বলে, ‘তুমি এমন একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছো, যা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিয়েছে।’
সোহান কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে?
মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক (7) আরবি শব্দ ‘খুলুকুন” ( 2 ) এর বহুবচন। যার অর্থ চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত।
এ অধ্যায় শেষে আমরা-
■ সদাচরণের ধারণা, ধৈর্য, ভ্রাতৃত্ব, নারীর মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম ও পরমতসহিষ্ণুতার গুরুত্ব ও তাৎপর্য ইসলামের দৃষ্টিতে বর্ণনা করতে পারব।
■ অসদাচরণের ধারণা, অহংকার, অশ্লীলতা, পরশ্রীকাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্তি, ঘুষ, সন্ত্রাস এগুলো পরিহারের গুরুত্ব ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারব।
■ এইচআইভি-এর ধারণা ও ইসলামের দৃষ্টিতে এইচআইভি এবং এইডস প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারব।