সুবর্ণপুর গ্রামের বাসিন্দা বাসেদ মিয়া। অনৈতিকভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কিন্তু তার মনে সুখ নেই। তার এখন মনে হচ্ছে সম্পদ অশান্তির কারণ। তবুও তিনি অনৈতিকতার পথ থেকে বের হতে পারেননি।
উদ্দীপকের বাসেদ মিয়া 'সুখী মানুষ' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেন?