বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈকত নিরক্ষর গ্রামবাসীর মাঝে শিক্ষার আলো ছড়ানোর জন্য বন্ধুদের নিয়ে একটি বিদ্যালয় খোলার সিদ্ধান্ত গ্রহণ করলে গ্রামের মোড়ল বলেন, 'সাইফুল মাস্টারের মতো দক্ষ মানুষ ব্যর্থ হয়েছে এখন তোমাদের মতো যুবকরা খুলবে বিদ্যালয়।' এ কথা শুনে দমে যায় সৈকত।
উক্ত রচনায় লেখক/কবির দৃষ্টিতে সৈকতের মন ভেঙে যাওয়ার কারণ—