বাদল তাদের বাগানের ফুল গাছগুলোতে পানি দেবার সময় লক্ষ করল যে, উদ্ভিদের যে ভ্রূণমুকুল আবরণীগুলোর উপর সূর্যের আলো তির্যকভাবে পড়ে, সেগুলো সূর্যের দিকে বক্রভাবে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তার বাবা তাকে জানালেন যে, ভূণমুকুল আবরণীর অগ্রভাগে উপস্থিত 'A' হরমোনের প্রভাবে ঘটনাটি ঘটছে।
বাদলের বাবা 'A' হরমোন বলতে কোনটিকে বুঝিয়েছেন?