বাদল তাদের বাগানের ফুল গাছগুলোতে পানি দেবার সময় লক্ষ করল যে, উদ্ভিদের যে ভ্রূণমুকুল আবরণীগুলোর উপর সূর্যের আলো তির্যকভাবে পড়ে, সেগুলো সূর্যের দিকে বক্রভাবে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তার বাবা তাকে জানালেন যে, ভূণমুকুল আবরণীর অগ্রভাগে উপস্থিত 'A' হরমোনের প্রভাবে ঘটনাটি ঘটছে।
'A' হরমোনটি প্রয়োগে -
i. শাখা কলমে মূল গজায়
ii. ফলের অকাল ঝড়ে পড়া রোধ হয়
iii. জীবের সুপ্তবস্থা কাটে
নিচের কোনটি সঠিক ?